দিল্লি সফরে দ্বিমুখী কৌশল মমতার

0
497

দেশের সময় ওয়েবডেস্কঃবৃহঃস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ফের সর্বভারতীয় স্তরে জোট গঠনের আওয়াজ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বললেন, তিনি একা কেউ নন। সকলকে মিলেই এই লড়াই লড়তে হবে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমি একা কেউ নই। আমি সবাইকে বলব, সবাই জোট বাঁধুন। আমি আপনাদের সাথে মিলে একশো প্লাস হব।” দিল্লি সফরের কথা আগেই জানিয়েছিলেন মমতা। এদিন তিনি বলেন, “আমি দু’তিনদিনের জন্য দিল্লি যাব। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব সুযোগ হলে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমায় সময় দিয়েছেন।” সেইসঙ্গে বেশ কিছু বিরোধী নেতার সঙ্গেও মমতা দিল্লি সফরে দেখা করবেন বলে জানিয়েছেন।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই সর্বভারতীয় স্তরে ফ্রন্ট গঠনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “কেউ মরে গেলে ডাক্তার ডেকে লাভ নেই। সময় নষ্ট না করাই ভাল।”

পর্যবেক্ষকদের মতে, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লির যে আওয়াজ মমতা তুলেছেন তা যে ধারাবাহিক চলবে এদিন তা স্পষ্ট করে দিয়েছেন। গতকালই মমতার বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি বিজেপি বিরোধী লড়াইয়ে কোনও ছুৎমার্গ রাখতে চান না।

এতদিন তৃণমূলনেত্রী হিসেবে যে বাম-কংগ্রেসকে নিশানা করতে ভুলতেন না মমতা গতকাল তাঁদের আক্রমণ তো দূরের কথা একটা শব্দ খরচ করেননি। উল্টে দেখা গিয়েছে, ভার্চুয়াল বক্তৃতা শুনতে তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম।

বক্তৃতায় মমতা এও বলেছিলেন, সব কিছু মিটে গেলে সামনের শীতে তিনি ব্রিগেডে সমাবেশ করবেন। সেখানে তিনি কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আমন্ত্রণ জানাবেন। এদিন আরও একবার বিরোধী জোটকে এখন থেকেই সলতে পাকানোর কাজ শুরুর বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Previous article‘ঝুট বোলে কাউয়া কাটে !’ফের পেগাসাস প্রসঙ্গে মোদীকে তীব্র আক্রমণ মমতার!
Next articleDaily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন জানুন রাশিফল অনুযায়ী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here