দিল্লিরকারখানায় বিস্ফোরণে মৃত এক শিশু সহ অন্তত ৭

0
735

রমন ভৌমিক,দিল্লি:দিল্লির মোতিনগরে সুদর্শন পার্কের একটি সিলিং ফ্যান রং করার কারখানায় বিস্ফোরণে এক শিশু সহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানাযায় স্থানীয় সূত্রে। আহতের সংখ্যা অন্তত ৮। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে ভেঙে পড়েছে কারখানার একাংশ। বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটে।

দোতলা ওই কারখানায় চলছিল রংয়ের কাজ। গতকাল সন্ধেয় কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। যার জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন। কারখানা থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন মারা গেছেন। গুরুতর আহত আটজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কারখানার মালিকও রয়েছেন। দমকলের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজ চালিয়েছে। উদ্ধারকারী দল জানিয়েছে, কারখানার মধ্যে থেকে সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। কী কারণে এমন বিস্ফোরণ তা অবশ্য জানা যায়নি। তবে দমকলবাহিনীর অনুমান সিলিন্ডার ফেটে দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার সকাল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ ফের শুরু হয়েছে। কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কারখানাটির কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Previous article“তুমি তো সে, যে মাঠে স্লেজিং করছিল” সরাসরি ঋসভ পন্থ-কে প্রশ্ন করলেন অজি প্রধানমন্ত্রী
Next articleএমাসেই মিলবে বকেয়া ডিএ-মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here