দিদিকে বল কর্মসূচির সুফল পেলেন বনগাঁ মহকুমার মানুষ

0
1264

দেশের সময়,বনগাঁ: দিদিকে বল কর্মসূচির সুফল পেলেন বনগাঁ মহকুমার মানুষ। এই কর্মসূচিতে বেরিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি ঘাটের নদীর কচুরিপানা পরিষ্কার করলেন প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ৷

গোপালনগর থানার বিভূতি ঘাটে ইছামতি নদীর কচুরিপানা পরিষ্কার করে দিদিকে বল কর্মসূচি পালন করলেন তিনি। গোপাল বাবু জানান” গোপালনগর টালিখোলা এলাকায় আজ দিদিকে বল কর্মসূচি পালন করতে গিয়েছিলাম।

সেখানে গিয়ে দেখলাম, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের স্মৃতি-বিজড়িত ঘাটে কচুরিপানা জমে থাকায় মানুষের স্নান করতে ও মৎস্যজীবীদের মাছ ধরতে অসুবিধায় পড়তে হচ্ছে। পরিস্থিতি বিবেচনা ক‍রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কচুরিপানা পরিষ্কার করতে নদীতে নেমে পড়লাম।

“তাকে এমন কাজ করতে দেখে এলাকার পুরুষ মহিলারাও নদীতে নেমে ঘাটের কচুরিপানা পরিষ্কার করবার কাজে তার সাথে অংশ নেন। একজন রাজনৈতিক নেতাকে এমন কাজে অংশ নিতে দেখে শনিবার দুপুরে নদীর ঘাটে জড়ো হন এলাকার বহু সাধারণ মানুষ।

Previous article১৯ লাখ মানুষ বাদ যাচ্ছেন অসমের জাতীয় নাগরিকপঞ্জি থেকে
Next articleরবিবার ডার্বি, মাঠে নামার অপেক্ষায় দুই প্রধান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here