“দিদি……ও দিদি! আর ১৫ দিন!” ১৫ দিন পর কী হবে? আসানসোলে কী বললেন মোদী

0
926
বিজ্ঞাপন

দেশের সময ওয়েবডেস্কঃ : শনিবার পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে বাংলায়। এদিনই আসানসোলে সভা করতে এসে ১৫ দিন পরে কী হতে চলেছে সে কথা শোনাতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ থেকে ঠিক ১৫ দিনের মাথাতেই একুশের ভোটের ফল প্রকাশ। সেই কথা বলতে গিয়ে মোদী এদিন বলেন, “দিদি……ও দিদি! আর ১৫ দিন!” ১৫ দিন পর কী হবে?

এদিন মোদী বলেন, “বাংলার মানুষ প্রতি দফার ভোটে দিদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট ধরাচ্ছেন। ২ মে’র পর ওই সার্টিফিকেট নিয়েই দিদিকে ঘুরতে হবে।”

কেন্দ্রীয় প্রকল্প বাংলায় বাস্তবায়িত হতে না দেওয়ার প্রসঙ্গ তুলে এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মোদী। তাঁর কথায়, “বাংলার মানুষের বিকাশের সামনে পাঁচিল হয়ে দাঁড়িয়ে রয়েছেন দিদি। কোনও কেন্দ্রীয় প্রকল্প এখানে হতে দেননি। দিদির চোখে অহঙ্কারের পর্দা। করোনা নিয়ে বৈঠক ডাকা হল, সব মুখ্যমন্ত্রীরা ছিলেন, কিন্তু শেষ দুটি বৈঠকে দিদি ছিলেন না। নীতি আয়োগের বৈঠকে যাননি। গঙ্গাকে পরিচ্ছন্ন করার জন্য বৈঠক ডাকলাম, সেখানেও যাননি!

দিদির এত অহঙ্কার!”
এদিন আসানসোলের সভায় দাঁড়িয়ে তিন বছর আগের সাম্প্রদায়িক হানাহানির কথাও স্মরণ করিয়ে দিতে চান মোদী। তিনি বলেন, “তিন বছর আগের রামনবমীর কথা মনে আছে? কার জন্য আসানসোলে সাম্প্রদায়িক হিংসা হয়েছিল? কার জন্য আসানসোলের ছোট দোকানদার, ব্যবসায়ীদের ক্ষতি হয়েছিল? কে দায়ী ওই হিংসার জন্য? একটাই উত্তর, দিদি।”

শীতলকুচির অডিয়ো প্রসঙ্গে কটাক্ষ মোদীর

ফের ভোটের দিন প্রচারে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোলের সভা থেকে তৃণমূল সুপ্রিমোর উদ্দেশে কড়া কটাক্ষ মোদীর। শীতলকুচি কাণ্ডের অডিয়ো টেপ শুক্রবার সামনে এনেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, কোচবিহারের শীতলকুচির ঘটনায় মৃতদেহ নিয়ে রাজনীতি করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন জনসভার মঞ্চ থেকে বলেন, ‘কয়েকদিন ধরে দিদির মধ্যে অসংবেদনশীলতা দেখেছি। কোচবিহারে যা হয়েছে, সেনিয়ে কাল একটা অডিয়োটেপ আপনারা শুনেছেন কাল। ৫ জনের মৃত্যুর পর দিদি রাজনীতি করছেন। সেটা স্পষ্ট করে দিয়েছে অডিয়ো।’ এখানেই শেষ নয়, তিনি বলেন,’লাশ নিয়ে রাজনীতি দিদির পুরনো অভ্যেস। ফোনে দিদি কোচবিহারের টিএমসি নেতাকে বলছেন মৃতদেহ নিয়ে মিছিল করো। নিহতদের মৃতদেহ নিয়ে রাজনৈতিক ফায়দার কথা ভাবছেন দিদি। ভোট ব্যাঙ্কের জন্য কতটা নীচে নামবেন দিদি?’

পঞ্চম দফার আগে ফের রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে এই অডিয়ো টেপ। বিজেপি-র প্রকাশ্যে আনা এই অডিয়ো টেপ অনুযায়ী (এই অডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) মমতা বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতিমকে বলছেন, ‘পার্থ মাথা ঠান্ডা করে ভোটটা কর। তারপর এর বিচার আমরা করব।’ উত্তরে পার্থপ্রতিম বলেন, ‘একদম’। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ডেডবডিগুলো এখন রেখে দাও। পরিবারকে বলবে কেউ বডি যেন না নেয়। ভোটটা মাথা ঠান্ডা করে করে নাও। ডেডবডি নিয়ে র‌্যালি হবে।’ পার্থপ্রতিমের উত্তর ‘একদম, চিন্তা করবেন না। আমি এখানে পড়ে আছি।’ তৃণমূল সুপ্রিমোকে এরপরেই প্রশ্ন করতে শোনা যায়,’কারা করেছে সিআরপিএফ? লোকগুলো কাদের?’ উত্তরে পার্থপ্রতিম বলেন, ‘আমাদেরই লোক।’ এরপরেই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ইচ্ছামতো মামলা করবে না। আমি বলে দেব ভোটের পর সব। লইয়ারদের সঙ্গে কথা বলে সব করতে হবে। এসপি, আইসিকে ফাঁসাতে হবে। মাথা ঠাণ্ডা করে ভোট কর। এজেন্টদের স্ট্রেন্থ দাও।’

শুক্রবার বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই অডিয়ো টেপ প্রকাশ করেন। অমিত মালব্য দাবি করেছেন, শীতলকুচির ঘটনায় মৃতদের নিয়ে রাজনীতি করতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদেহগুলি নিয়ে তিনি মিছিল করতে চেয়েছিলেন। লকেট চট্টোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোকে তোপ দেগে বলেন, মৃতদেহ একদিন রেখে দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাশের রাজনীতি করতে অশান্তি তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তোপ লকেটের। অমিত মালব্যর দাবি, শীতলকুচিতে বুথ দখলের চেষ্টা করা হয়েছিল। যদিও এই টেপটি ভুয়ো বলে দাবি করেছে জোড়াফুল শিবির। তৃণমূল নেতা তাপস রায় বলেন, এই অডিয়ো টেপটি ভুয়ো। সম্পূর্ণ ভুয়ো টেপ প্রকাশ্যে এনে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি।

Previous article‘মাই নেম ইজ মদন মিত্র’
Next articleশীতলকুচির পর এবার দেগঙ্গায় গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here