তৃতীয়ার সকালে রোদের দেখা মিলতেই ফের পুজো উদ্বোধনে মমতা,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
3

বুধের সকালে রোদের দেখা মিলতেই  পুজো উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুরে ভবানীপুর ৭০ পল্লি শীতলা মন্দিরের দুর্গাপুজোর উদ্বোধন করতে যান।

মঙ্গলবার দুর্যোগের কারণে কলকাতায় সমস্ত পুজো উদ্বোধনের কর্মসূচি বাতিল করেন মুখ্যমন্ত্রী। বুধবার বেলা পর্যন্ত কলকাতার বেশ কিছু রাস্তা ছিল জলমগ্ন। তবে মমতা বলেন, ‘জল অনেকটাই নেমে গিয়েছে। কিছু নিচু এলাকায় জল রয়েছে।’

ভবানীপুরে তড়িদাহতদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বলার সময়েই আশেপাশের বেশ কয়েকজন হাততালি দিয়ে ওঠেন। তাঁদের থামিয়ে মমতা বলেন, ‘এটা হাততালি দেওয়ার ব্যাপার নয়, এটা মানবিকতা।’

এ দিনও কলকাতা জলমগ্ন হওয়ার জন্যে ডিভিসিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্বোধনের পরে মমতা বলেন, ‘গঙ্গায় জোয়ারও ছিল। কয়েকটি লো ল্যান্ড ছাড়া জল বেশিরভাগ জায়গা থেকেই নেমে গিয়েছে। প্রকৃতিকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ফরাক্কা, মাইথন গত ২০ বছর ধরে ড্রেজিং করে না। বিহার-উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড-এ বৃষ্টি হলে জল পশ্চিমবঙ্গে চলে আসছে। আমাদের সবটাই সামলাতে হচ্ছে।’ বুধবার, তৃতীয়ার দিন কলকাতা জুড়ে আরও ৪০টি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবারই বেনিয়াপুকুর, গড়িয়াহাট, নেতাজিনগর, কালিকাপুর ও একবালপুর থানা এলাকা-সহ আরও কয়েকটি জায়গায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ দিন মমতা বলেন, ‘মানুষের মৃত্যু অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। CESC পরিবারের কাউকে চাকরি না দিলে আমরাই হোমগার্ডের চাকরি দেব। তা ছাড়া CESC-কে বলব পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে।’

Previous articleKolkata waterlogging তৃতীয়ায় রোদ উঠলেও দুর্যোগ কিন্তু কাটছে না , ২৪ ঘণ্টা পরেও জলমগ্ন শহরের বেশিরভাগ এলাকা, আগামিকাল ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here