তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বড় বিভ্রাট

0
1312

দেশের সময় ওয়েবডেস্কঃ শক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ১০৮টি পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীরা একটি মোটা বই দেখিয়ে বলেন, এতেই রয়েছে ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা।
ঠিক তার কিছুক্ষণ পরেই তৃণমূলের ওয়েবসাইট, ফেসবুক পেজ, মিডিয়া গ্রুপে একটি ২৩১ পাতার তালিকা টাঙিয়ে দেওয়া হয়। কিন্তু সন্ধে পৌনে সাতটায় জানা যাচ্ছে, এই তালিকার সঙ্গে পার্থবাবুদের তালিকার সামঞ্জস্য নেই।

পৌনে সাতটার সময়ে ভবানীপুরে সুব্রত বক্সীর অফিসে ফের বৈঠক করছেন তৃণমূল নেতারা। আবার সাংবাদিক সম্মেলন করতে পারেন তাঁরা। তৃণমূলের একটি অংশের বক্তব্য, যে তালিকা ফেসবুক, ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং মিডিয়া গ্রুপে সার্কুলেট করা হয়েছে তা আইপ্যাকের বানানো তালিকা। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলমোহর দেওয়া তালিকার সম্পর্ক নেই। ফলে বড় বিভ্রাট এবং ধোঁয়াশা তৈরি হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে।

কলকাতা কর্পোরেশন ভোটের প্রার্থী তালিকা ঘোষণার দিনও দেখা গিয়েছিল সাংবাদিক সম্মেলন হয়েছে সন্ধে ছটায়, তারপর তালিকা ছেপে আসছে রাত দশটায়। সেই সময়ে অনেকেই বলেছিলেন, অদলবদল হচ্ছে। কিন্তু এবার ছেপে বেরিয়ে যাওয়ার পরে তৃণমূল দাবি করছে, ওটা অফিশিয়াল তালিকা নয়। এখন অনেক নেতার আশঙ্কা, যে নাম ছড়িয়ে পড়ল জেলায় জেলায়, অনেক জায়গায় দেওয়াল লেখা শুরু হয়ে গেল, সেখানে যদি এখন আবার প্রার্থী বদল হয় তাহলে ফের দলের মধ্যে অসন্তোষ আগ্নেয়গিরির আকার নিতে পারে। এখন দেখার শেষ পর্যন্ত কী হয়।

Previous articleTMC Candidates : পুরভোটে তৃণমূলের বনগাঁ পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ
Next articleTMC Candidate List: ঘটা করে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে বদলে গেল ‘লিস্ট’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here