টুম্পার পর ফের নেট মাধ্যমে ঝড় তুলছে বামেদের নতুন লুঙ্গি ড্যান্সের প্যারোডি

0
1015

দেশের সময় ওয়েবডেস্কঃ টুম্পা সোনা’কে ব্রিগেড নিয়ে যেতে প্যারোডি বেঁধেছিল সিপিএম। তা যেমন ভাইরাল হয়েছিল তেমনই তাত্ত্বিক বাম মহলে সমালোচনাও হয়েছিল। ব্রিগেডে মিটে যাওয়ার পর ১১দিনের মাথায় ফের প্যারোডিকেই হাতিয়ার করল সিপিএম।
এবার লুঙ্গি ড্যান্সের সুরে গান ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। গানটি লিখেছেন রাহুল পাল এবং গেয়েছেন নীলাব্জ নিয়োগী। সেই গানে লেখা হয়েছে-


“গরিবের টাকা নিল সারদার ছিপে/ কয়লা থেকে বালি ভাইপোরই গ্রিপে/ জমিয়ে ঘুষ নিল এসএসসি টেটে/ কাটমানিও নিল কলেজের গেটে/ এবার করব ওদের মাত/ চোর চোর জোচ্চর কুপোকাত/ হাল ফেরাও লাল ফেরাও লাল ফেরাও হাল ফেরাও…..”

গানের লিরিকে কেন্দ্রের বিরুদ্ধেও তীব্র শ্লেষ রয়েছে। লেখা হয়েছে–
“রেলও বেচে বীমাও বেচে/ গ্যাসের দাম শুনে পড়েছি প্যাঁচে/ প্যান্ডেমিকে বাজিয়েছি থালা/ সরকার কানে ঝুলিয়েছে তালা/ এবার করব ওদের মাত, দাঙ্গাবাজ কুপোকাত/ এবার করব খতম খেল, দাঙ্গাবাজ হবে ফেল/ হাল ফেরাও লাল ফেরাও লাল ফেরাও হাল ফেরাও…..”

মিউজিক ভিডিওটি কার্টুনে সাজিয়েছে সিপিএম। সেগুলি এঁকেছেন শিল্পী তৌসিফ হক। এই গানটি শুক্রবার রাত পর্যন্ত হুহু করে শেয়ার হয়েছে। এমনকি সিপিএম পলিটব্যুরোর সদস্য নীলোত্‍পল বসুও এটি শেয়ার করে লিখেছেন, গান থামবে না।

বিজেপির পিসি যাও থেকে বামেদের টুম্পা কিংবা লুঙ্গি ড্যান্সের সুরে হাল ফেরাও-লাল ফেরাও অথবা তৃণমূলের না রে না, একুশের ভোটের আগে ডিজিটাল যুদ্ধ জমজমাট।

রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যেমন সারদা, নারদা থেকে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে, তেমনই বিজেপির বিরুদ্ধে রেল, বিমার মতো সরকারি সংস্থাকে বেসরকারিকরণের বিরুদ্ধে ছুড়ে দেওয়া হয়েছে কটাক্ষ। করোনার সংক্রমণের সময় তালি-থালি বাজানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সারা দেশ তা পালনও করেছিল। সেই বিষয়কেও সুর-তালে ব্যাঙ্গ রয়েছে ‘লুঙ্গি ডান্স’-এ। বিজেপি-কে নিশানা করে মুখরা-অন্তরা-তে বারবার ঘুরে ফিরে এসেছে ‘দাঙ্গাবাজ’ শব্দটি। ‘মাথা বিগড়াতে ধর্ম ফাটাচ্ছে’—এমন আক্রমণাত্মক কথাও রেয়েছে নতুন এই গানে।

ভোটের মুখে এক ঝাঁক তৃণমূল নেতা যোগ দিয়েছেন বিজেপি-তে। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, মুকুল রায়ের মতো নেতাদের নাম করেই আক্রমণ করা হয়েছে। মূল বক্তব্য, তৃণমূলে থাকতে দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন, তাঁরা বিজেপি-তেও রয়েছেন। বোঝানোর চেষ্টা হেয়ছে বামেদের তথা গানের ভাষায়, বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনও পার্থক্য নেই। সেই কারণেই ব্যবহার করা হেয়ছে ‘বিজেমূল’ শব্দবন্ধও।

আগের ‘টুম্পা সোনা’ গানটির প্যারোডি লিখেছিলেন রাহুল পাল। সুর ও কণ্ঠ ছিলল নীলাব্জ নিয়োগীর। শাহরুখ খান ও দিপীকা পাদুকোণ অভিনীত বলিউডি সিনেমা চেন্নাই এক্সপ্রেসের জনপ্রিয় হিন্দি গান ‘লুঙ্গি ডান্স’ প্যারোডির স্রষ্টাও এই জুটিই। শুক্রবার দু’জনই এই নতুন গানের প্যারোডি শেয়ার করেছেন। রাহুল লিখেছেন, ‘টুম্পাকে নিয়ে অনেকেই ব্রিগেড গিয়েছএন, এ বার হাল ফেরাতে লাল ফেরানোর পালা’।

https://m.facebook.com/story.php?story_fbid=3098303917106286&id=100007801239302

Previous articleপ্লাস্টার করা পায়ে উঠে বসলেন হুইলচেয়ারে,হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী
Next articleকী চাইছে বঙ্গবাসী? ইস্তেহারের মূল্যায়ণ মানুষের হাতেই ছাড়ল সিপিআইএম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here