টানা তৃতীয় ড্র মহমেডানের

0
683

নিজস্ব প্রতিবেদন – এই নিয়ে টানা তিনটে ম্যাচ! জয়ের দেখা পেল না মহমেডান। কোচ পালটেও কলকাতা লিগে জয়ের স্বাদ
পেল না সাদা-কালো বিগ্রেড। সোমবার নিজেদের মাঠে রেনবোর বিরুদ্ধে ম্যাচটি গোলশূন্য ফলে ড্র করল দীপেন্দু বিশ্বাসের দল।
এদিন বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল।

বিরতির আগে মহমেডান একটি সুযোগ তৈরি করলেও খারাপ মাঠের জন্য তা
কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা গিয়েছে। তবে ম্যাচের ৭১ মিনিটের পরে খেলা প্রায় আট মিনিট বন্ধ ছিল। ওই
সময় একটি পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে দর্শক হাঙ্গামা হয়।

সমর্থকরা মাঠে বোতল ছোঁড়ে। যদিও খেলা শুরু হয়। যদিও এই
ম্যাচ থেকে পয়েন্ট তুলতে পারেনি মহমেডান। তিনটে ম্যাচ খেলার পরেও এখনও নিজেদের গুছিয়ে উঠতে পারল না মহমেডান।
ম্যাচ শেষে টিডি দীপন্দেু বলেন, ’ আমাদের একটা পেনাল্টি দেওয়া হয়নি। ওটা আমাদের নায্য পেনাল্টি ছিল। ’ একই সঙ্গে
তিনি বলেন, ’আমাদের একজন স্ট্রাইকারের প্রয়োজন তার জন্য ক্লাব কর্তাদের বলব। পাশাপাশি মাঠ পরিবর্তন করার জন্য বলব।
এই মাঠে খেলা যায় না।’

Previous articleকচুয়ায় বৈঠক করলেন খাদ্যমন্ত্রী,নিরাপত্তায় তীক্ষ্ম নজর
Next articleABCD, এর জন্য সরকারের বদনাম হচ্ছে বললেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here