দেশের সময় ওয়েবডেস্কঃ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান থেকেও নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেন, “নিউ এডুকেশন পলিসিতে নাকি মেধা তালিকা থাকবে না। সব যদি তুলে দেওয়া হয়, মেধা তালিকা যদি না থাকে তাহলে তো গৌরব, গরিমাও থাকবে না।”
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকার ছাত্র ছাত্রীদের গৌরব করার জায়গাটাই বন্ধ করে দিতে চাইছে। আমরা এই শিক্ষানীতি মানি না। আমরা কেন্দ্রকে চিঠি লিখছি।”
এদিন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স ও মাদ্রাসা পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের ভার্চুয়াল মাধ্যমে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ সরকারি আধিকারিকরা। মোট ৭৮৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
রাজ্যে আরও দুটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে বলে জানিয়েছেন মমতা। একটির নাম হবে ‘জয়হিন্দ বিশ্ববিদ্যালয়’ এবং অন্যটির নামকরণ করা হবে বাবাসাহেব আম্বেদকরের নামে।
কৃতী ছাত্রছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, যদি পড়াশোনা করার ক্ষেত্রে আর্থিক কোনও বাধা আসে, রাজ্য সরকার সর্বোত ভাবে.সাহায্য করবে। জেলাশাসকদের উদ্দেশে মমতা বলেন, এমন যদি কোনও সমস্যা নিয়ে আবেদন আসে তাহলে তা এক জায়গায় করে শিক্ষা সচিবকে পাঠাতে হবে। তিনি ব্যবস্থা নেবেন।
বাংলার মেধার বিশ্বব্যাপী কদরের কথা উল্লেখ করে কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নাম না করে বিজেপি-সহ বিরোধীদের উদ্দেশে তীব্র সমালোচনা করে বলেন, “কেউ কেউ বাংলার বদনাম করতে চাইছে। রাজনৈতিক স্বার্থে বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে। তাদের আমি সমর্থন করি না।”