চেনা অচেনা মমতা

0
778

সম্প্রতি প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা সম্পূর্ণ ভিন্ন স্বাদের বই ‘চেনা অচেনা মমতা’।

লেখক সাংবাদিক তাপস প্রামাণিক। রাজনীতির বাইরে মমতা মানুষ হিসেবে ঠিক কেমন, তার অনেক অজানা কাহিনী রয়েছে, এই বইটিতে। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, মুড, খাদ্যাভাস, শরীরচর্চা, ফ্যাশন সচেতনতা, রাজনীতিতে আসার পিছনে বাবার ভৃমিকা, বিদেশে গেলে মুখ্যমন্ত্রী কতটা ফুরফুরে মেজাজে থাকেন, এরকম অনেক অজানা গল্প জানতে পারবেন বইটি পড়লে। বইটিতে মমতার অনেক দুষ্প্রাপ্য ছবিও রয়েছে।

গত ১৭ অক্টোবর কলকাতা প্রেস ক্লাবে বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বিদ্যুতমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন বিধায়ক এবং বিশিষ্ট লেখক নির্বেদ রায়, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক। বইটির প্রকাশক দ্য শিশু বিকাশ। দাম ২০০ টাকা।

Previous articleরাজ্যে লোকাল ট্রেন চালু নিয়ে রেলকে চিঠি নবান্নের
Next articleশুভেন্দুর জন্য বিজেপির দরজা খোলা জানিয়ে দিলেন দিলীপ-মুকুলরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here