

পুজোর আগেই অশোকনগর, বেলঘরিয়া-সহ আরও একাধিক স্টেশনে পরীক্ষামূলক ভাবে এসি ট্রেন দাঁড় করানোর ঘোষণা করেছিল রেল। বলা হয়েছিল, এক মাস পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিরা ও বিরাটিতে দাঁড়াবে। ১৫ সেপ্টেম্বর থেকে এক মাস এই পরিষেবা পাওয়া যাবে বলা হয়েছিল সে সময়ে। অর্থাৎ ১৫ অক্টোবর এক মাস পূর্ণ হতেই এসি লোকালের অতিরিক্ত পরীক্ষামূলক স্টপেজের মেয়াদ বাড়ল।

শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল ও শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের অতিরিক্ত স্টপেজের মেয়াদ বাড়ল আরও এক মাস। ১৫ অক্টোবর থেকে শুরু করে আগামী এক মাস অতিরিক্ত স্টেশনগুলিতে দাঁড়াবে এসি লোকাল।

ফলে বনগাঁ-শিয়ালদহ শাখায় এসি লোকাল বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর, বনগাঁর পাশাপাশি আগামী এক মাস চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিড়া ও বিরাটিতেও দাঁড়াবে।

অন্যদিকে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল বিধাননগর রোড, দমদম জংশন, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ, রানাঘাটের পাশাপাশি আরও এক মাস বেলঘরিয়া ও শ্যামনগর স্টেশনে দাঁড়াবে। নিঃসন্দেহে কালীপুজোর আগে এই খবরে যাত্রীরা দারুণ খুশি।




