চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে যোগ দিলেন বিজেপিতে

0
348

প্রয়াত চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। শনিবার তামিলনাড়ুর রাজ্য বিজেপি দফতরের একটি অনুষ্ঠানে পদ্মশিবিরে যোগ দেন বীরাপ্পন-কন্যা।

বিজেপির তামিলনাড়ুর সাধারণ সম্পাদক মুরলীধর রাও ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণন উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। শুধু বীরাপ্পনের মেয়ে বিদ্যা রানি নন, বিভিন্ন পার্টি থেকে আসা আরও একহাজার কর্মী শনিবার যোগ দেন বিজেপিতে।

গেরুয়া শিবিরে যোগ দিয়ে বিদ্যা বলেন, “আমি পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চাই। যাতে সরকারি প্রকল্পগুলি অনগ্রসর এলাকার মানু্যষের কাছে পৌঁছয় সেটাতেই অগ্রাধিকার থাকবে আমার।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়েই যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন সেকথাও স্পষ্ট করে জানান বীরাপ্পনের মেয়ে। তাঁর কথায়, “মোদীজি জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সমাজের সব অংশের মানুষের জন্য প্রকল্প চালু করেছেন। আমি সেটাকেই প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে চাই।”

Previous articleগোয়ায় ভেঙে পড়ল নৌবাহিনীর মিগ
Next articleরাশিফল: আজকের দিন কোন রাশির জন্য কেমন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here