ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস

0
2691

দেশের সময় ওয়েবডেস্কঃ দক্ষিণবঙ্গে ঝড়–বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। আন্দামান সাগরে আজই তৈরি হতে পারে নিম্নচাপ। ৪৮ ঘন্টায় সেটা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পরবর্তীতে তা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের অভিমুখ মায়ানমার উপকূলের দিকে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

বনগাঁ স্কুল রোডে বৃষ্টিতে এভাবেই যাতায়াত।


শুক্রবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। জানা গেছে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি প্রথমে উত্তর ও উত্তর–পশ্চিম দিক এবং পরে উত্তর–পূর্ব দিকে সরে যাবে। এরপর বাংলাদেশ ও মায়ানমার উপকূলে সরে যাবে। যার ফলে উত্তরবঙ্গেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে শনিবার রাতের পর থেকে বা রবিবার সকালে দক্ষিণবঙ্গে মেঘমুক্ত হবে আকাশ। 


দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় হাওয়া অফিস।  আলিপুর সূত্রে খবর, বাংলাদেশ লাগোয়া এলাকায় একটি ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হচ্ছে । উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত। সেটা শক্তিশালী হলে বৃষ্টি এবং দমকা হাওয়ার দাপট বাড়বে বলেই মত আবহবিদদের। তবে একটানা বৃষ্টির বদলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 

Previous articleবিয়ে করার জন্য সাইকেলে ১০০ কিমি পথ পাড়ি দিলেন যুবক, স্ত্রীকে নিয়ে ফিরলেনও সাইকেল চালিয়েই
Next articleবাংলায় ৯৩১ জন করোনা আক্রান্ত! কলকাতায় ৪৮৯, কেন্দ্রকে পাঠানো স্বাস্থ্যসচিবের চিঠিতেই জানা গিয়েছে এই তথ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here