গোষ্ঠী দ্বন্দের জেরে অবরোধে নাজেহাল অশোকনগরবাসী :

0
425

দেশের সময় ওয়েবডেস্ক:কালীপুজোর উৎসবের মধ্যে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার দিঘিরহাটে তৃণমূল কংগ্রেসের ভূরকুন্ডা পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতি তথা জিনিয়া অ্যাকোয়া জল কোম্পানির মালিক শাজাহান মল্লিককে আচমকা পুলিশের গ্রেফতারের প্রতিবাদে, এদিন অশোক নগর থানায় বিক্ষোভে ফেটে পড়ে দিঘিরহাটের বাসিন্দারা। থানায় স্থানীয় দলের বিধায়ক ধীমান রায় উপস্থিত হলে, উত্তেজিত বিক্ষোভকারীরা তাঁকে চরম হেনস্থা করে। অবরোধ দু’ঘণ্টার ওপর চললেও, পুলিশ প্রশাসন ছিল নীরব দর্শকের ভৃমিকায়। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূলের কর্মী বলেন, পঞ্চায়েত প্রধান হিসাবে শাজাহান ভাইকে দেখতে চেয়েছিলেন গ্রামের মানুষ। তাঁকে, উপযুক্ত সম্মান দেওয়া হয়নি ,তারপর থেকেই নানা ভাবে তাঁকে হেনস্থার চেষ্টা করা হচ্ছে ৷ আজকের ঘটনা তারই একটি নোংরা প্রয়াস। যদিও, তৃণমূল নেতৃত্ব এ ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন। বিধায়ক ও থানার আধিকারিককে ফোন করা হলেও,তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ আটক শাজাহান মল্লিক দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের ডাকসাইটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের আত্মীয়। এমতাবস্থায় বিরোধীহীন অশোকনগরে দলের অন্তর্দ্বন্দ্বে বিব্রত জেলা নেতৃত্ব।

Previous articleদীপাবলির উৎসবে মাতোয়ারা বারাসত থেকে বাগদা:
Next articleঅসমে বাঙালি হত্যা একটি অশনি সংকেত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here