দেশের সময়, বনগাঁ: গোপালনগরে মদের দোকান বন্ধের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। সোমবার সকালে তারা বনগাঁ-চাকদা সড়ক অবরোধ করেন। এই ঘটনায় বেশ কিছুক্ষণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালনগর থানার রাইসমিল মোড়ে চাকদা রোডের উপর একটি মদের দোকান তৈরি হচ্ছিল।
এলাকায় মদের দোকান হলে নষ্ট হবে পরিবেশ, তাই সেই দোকান চালু না করার দাবি তোলেন গ্রামবাসীরা। তাদের দাবী এলাকায় একটি মন্দির আছে এবং পাশে একটি পুজো হয়। মদের দোকান হলে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাবে। তাই এলাকার মহিলারা এদিন হাতে ঝাটা নিয়ে পথ অবরোধ করেন।
প্রায় আধ ঘণ্টা অবরোধ থাকার পর ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। এলাকাবাসীদের দাবি পুলিশ লিখিত না দিলে অবরোধ চলবে। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।