দেশের সময়ওয়েবডেস্ক: কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের সরকারি বাসভবনে শনিবার বিকেলে গেল সিবিআই দল। এদিন বিকেল চারটে নাগাদ পার্ট স্ট্রিটে কলকাতা পুলিস কমিশনারের সরকারি বাসভবনে যান সিবিআই অফিসাররা। সেখানে রাজীবের হাজিরা নথিভুক্ত করেন তাঁরা। হাইকোর্টের নির্দেশেই সেখানে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। প্রায় ২০ মিনিট পর বেরিয়ে যায় সিবিআই দলটি। কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে প্রতিদিন হাজিরার নির্দেশ দিয়েছে। সেই মতোই শনিবার বিকেল রাজীবের সরকারি বাসভবনে গিয়েছিল সিবিআই দলটি। আপাতত কলকাতা ছেড়ে কোথাও বেরতে পারবেন না রাজীব। যেতে হলে তাঁকে আদালতের অনুমতি নিতে হবে।
রাজীব কুমারের বাড়িতে প্রথম সিবিআই হানা দিয়েছিল ৩ ফেরুয়ারি বিকেলে। তারপরের ঘটনা গোটা দুনিয়া জানে। কলকাতা পুলিশের ব্যারিকেড করে সিবিআই আধিকারিকদের আটকে দেওয়া, তাঁদের কলার ধরে টানতে টানতে শেক্সপিয়র সরণি থানায় নিয়ে যাওয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া এবং ধর্না। তারপর মামলা চলেছে সুপ্রিম কোর্টে। কয়েক দিন আগে শীর্ষ আদালতও রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছে। গত রবিবার ফের সিবিআই গিয়েছিল রাজীবের বাড়িতে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। নটিস সাঁটিয়ে বলে এসেছিল হাজিরা দিতে। তাও দেননি তিনি। এরপর হাইকোর্টে মামলা করলে আদালত শর্ত সাপেক্ষে বেশ রক্ষাকবচের মেয়াদ বাড়ায়। এই প্রথম সিবিআই আধিকারিকরা বাড়িতে গিয়ে পেলেন রাজীব কুমারকে।