গত চার দশকে এই প্রথম ঘরোয়া অর্থনীতি সংকুচিত হয়েছে ৭.৩ শতাংশ

0
699

দেশের সময় ওয়েবডেস্কঃ এমনিতেই ঘরোয়া অর্থনীতির পরিস্থিতি ভাল ছিল না। ২০২০-২১ আর্থিক বছর শুরু হওয়ার আগে থেকেই মন্দার সিঁদুরে মেঘ দেখা যাচ্ছিল। সেই নেতিবাচক পরিস্থিতির উপর কোভিডের খাঁড়ার ঘা আরও গভীর ক্ষত তৈরি করে দিল ঘরোয়া অর্থনীতিতে।

২০২০-২১ আর্থিক বছরে ঘরোয়া অর্থনীতি ৭.৩ শতাংশ সংকুচিত হয়েছে। অর্থাৎ বৃদ্ধির হার ঋণাত্মক (-)৭.৩ শতাংশ।

গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ঘরোয়া অর্থনীতির সংকোচন হয়েছিল ২৪ শতাংশ। পরের ত্রৈমাসিকে তা কমে হয় ৭.৫ শতাংশ। এত খারাপের মধ্যেই ইতিবাচক যে ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বৃদ্ধি হয়েছে ১.৬ শতাংশ হারে।
গত চার দশকে ভারতীয় অর্থনীতিতে এত খারাপ পরিস্থিতি তৈরি হয়নি।

তবে বিশেষজ্ঞদের অনেকের মতে, সব থেকে খারাপ সময়টা ভারত পেরিয়ে এসেছে। এ বার অর্থনীতি ক্রমশই ঘুরে দাঁড়াবে। সে দিক থেকে গত আর্থিক বছরে তৃতীয় ত্রৈমাসিকের ফল আশাব্যঞ্জক। কারণ, অনেকে মনে করেছিলেন জানুয়ারি থেকে মার্চের মধ্যে বৃদ্ধি হবে ১.১ শতাংশ হারে। কিন্তু বাস্তবে তার থেকে বেশি বৃদ্ধি হয়েছে।

অনেকের মতে, কোভিডের টিকাকরণ প্রক্রিয়া যত দ্রুত হবে, তত দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনীতি। কারণ, বাজারে চাহিদা রয়েছেই। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলে উৎপাদনে বৃদ্ধি হতে শুরু করবে।

Previous articleমুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হচ্ছেন আলাপন, নতুন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
Next articleভাসছে রুপমারি,বাশতলি হিঙ্গলগঞ্জের বহু সংসার,পাশে দাঁড়াল বনগাঁ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here