কুয়াশায় তাহেরপুর যাওয়া হল না, ফোনেই বক্তৃতা প্রধানমন্ত্রীর ! বাংলায় এখনও ‘মহা জঙ্গলরাজ’ চলছে, তৃণমূলকে নিশানা মোদীর

0
33

কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার। কলকাতা বিমানবন্দরে বসেই ফোনের মাধ্যমে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লাল আমলের অবসান হলেও পশ্চিমবঙ্গে এখনও ‘মহা জঙ্গলরাজ’ চলছে। বাংলায় এসে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর দাবি, রাজ্যের গলি-ঘুপচিতেও শিশুরা পর্যন্ত বলছে, বাঁচতে হলে বিজেপির  প্রয়োজন। বাংলার সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ বরাদ্দ বা সদিচ্ছার কোনও ঘাটতি নেই বলে জানিয়ে প্রধানমন্ত্রী অনুন্নয়নের দায় সরাসরি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উপর চাপান ।

মোদীর বক্তব্য, বর্তমান রাজ্য সরকারের কাটমানি ও কমিশনের সংস্কৃতির জেরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবে রূপ পাচ্ছে না। তাঁর অভিযোগ, এই দুর্নীতির কারণেই সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব শুধু ‘ডবল ইঞ্জিন’ সরকারের মাধ্যমেই। কেন্দ্র ও রাজ্যে একই সরকারের সমন্বয় থাকলেই রাজ্যের অগ্রগতি নিশ্চিত করা যাবে বলে তিনি দাবি করেন।

খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতার সমস্যার কারণে নদিয়ার তাহেরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত হেলিকপ্টারটি ঘুরিয়ে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরপর কলকাতা থেকেই ভার্চুয়ালি তাহেরপুরে নির্ধারিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

বিজেপি কর্মী- সমর্থকদের উদ্দেশে সে কারণে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়ে বলেন, “জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। আবহাওয়া খারাপ থাকর কারণে পৌঁছতে পারিনি। এর জন্য ক্ষমাপ্রার্থী।”

আর তারপরই মোদী বলেন, “সম্প্রতি বন্দে মাতরমের গুণগান করা হয়েছে সংসদে। এই বাংলাতেই জন্মেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন দেশ পরাধীন, বঙ্কিমবাবু তখন স্বাধীনতার মন্ত্র দিয়েছিলেন বন্দে মাতরম। এখন বিকশিত ভারতের মন্ত্র হয়ে উঠেছে এই ‘বন্দে মাতরম'”।
ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী উন্নয়ন ইস্যুকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। মোদী বলেন, “পশ্চিমবঙ্গে একবার বিজেপির ডাবল ইঞ্জিন সরকার বানিয়ে দেখুন। অনুপ্রবেশকারীরা তৃণমূলের স্নেহধন্য। বহু অনুপ্রবেশকারীকে বাঁচাতেই পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর বিরোধিতা করছে তৃণমূল।”

বিহারে বিজেপির সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের প্রসঙ্গ টেনে মোদি বলেন, “বিহারে বিপুল জয় পশ্চিমবঙ্গে জয়ের পথ খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজের অবসান হবে। বাংলার গলি-গলিতে আজ আওয়াজ উঠছে, ‘বাঁচতে চাই বিজেপি তাই’।”

প্রধানমন্ত্রী আরও দাবি করেন, রাজ্যের বর্তমান সরকার কাটমানি ও কমিশনের রাজনীতিতে ডুবে রয়েছে। তিনি বলেন, “একবার বাংলায় বিজেপিকে সুযোগ দিন। ডাবল ইঞ্জিন সরকার গড়ে দ্রুত উন্নয়ন করা হবে। বঙ্গবাসীর স্বপ্ন পূরণে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব।” 

Previous articleগোপাল শেঠ-এর পদত্যাগের পর বনগাঁ পুসভার পুরপ্রধান দিলিপ মজুমদার,উপ পৌর প্রধানের দায়িত্ব পেলেন জ্যোৎস্না আঢ্য
Next articleকবি বিশ্বনাথ মৈত্রের ‘কবিতা সংগ্রহ’ উদবোধন বনগাঁর নীলদর্পণ সভাগৃহে : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here