“কিছু মানুষ আছেন যারা আমার ভালো সহ্য করতে পারেন না” ট্রোল্ড নিয়ে বিস্ফোরক দিতিপ্রিয়া রায়

0
972

দেশের সময়, ওয়েব ডেস্ক: ধারাবাহিক রাণী রাসমণি-তে অভিনয়ের মধ্যে দিয়ে আপামর দর্শকের মনে জায়গা করে নেওয়া নাম দিতিপ্রিয়া রায়। সম্প্রতি অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়া-য় ট্রোলড সংক্রান্ত বিষয় যাকে নিয়ে চলেছে বিস্তর আলোচনা। বিশেষ করে “এয়েচো” শব্দটি ছিল যার শিরোনাম। যদিও বর্তমানে সেই প্রসঙ্গের সমাপ্তি ঘটেছে। আর এবার নতুন করে আরেক অধ্যায়ের সূচনা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়া-য়। যেখানে “কলঙ্কিনী রাধা” গানটি গাইতে দেখা যায় দিতিপ্রিয়া-কে। সেখান থেকেই সূত্রপাত নতুন সমস্যার। ভিডিও-তে দেখা যাচ্ছে রাণী রাসমণি-র জনপ্রিয় অভিনেত্রী গানটি গাইলেও বারম্বার ব্যহত হচ্ছে গানের সুর, তাল, ছন্দ। যা সকলের নজরে আসতেই নতুন করে ট্রোলডের স্বীকার অভিনেত্রী। অবশেষে বিষয়টি এবার সোজাসাপটা দিপিপ্রিয়া রায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এভাবে ট্রোলড হতে থাকলে তো আমার ভারতসেরা হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র”। “এবিষয়ে আমার আলাদা করে কিছু বলার নেই”। “শুধু বলবো যারা আমাকে অপছন্দ করেন তাদের কাছে এছাড়া অন্য কোন উপায় নেই”। “যাদের উদ্দেশ্যে ভালো কাজের ক্ষেত্রে আমার মানুষিকতার পরিবর্তন ঘটানো, তারাই সুযোগ পেতে আমাকে নিয়ে ট্রোলিং শুরু করেছে”।

Previous articleবনগাঁ ঘোষ ইনস্টিটিউশনে ইংরাজি মাধ্যম চালুর তোড়জোর
Next articleমুসলিম মহিলাদের জন্য সুবিচারের ভাবনা আদতে কুমীরের কান্না, বিস্ফোরক মহম্মদ সেলিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here