কার ভাগ্যে লক্ষ্মীলাভ, কার ব্যয় বৃদ্ধি, কেমন যাবে কর্মস্থল, জেনে নিন আপনার রাশিফল:

0
936

মেষ-ARIES :

মেষ রাশির জাতক জাতিকার দিনটি কর্মক্ষেত্রে সাফল্যের। আজ আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া কোনও বিল আদায় করতে পারেন। কোনও বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে অগ্রগতি আশা করা যায়। বড় ভাই বোনের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে। গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন কাজের অর্ডার লাভের সম্ভাবনা। 

বৃষ -TAURUS :

বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের যোগ প্রবল। ঠিকাদারী কাজে ব্যয় বৃদ্ধি কিছুটা চিন্তায় ফেলে দিতে পারে। দৈনন্দিন প্রয়োজনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। গ্রামের বাড়িতে যাত্রার যোগ প্রবল।

মিথুন- GEMINI :

আপনার স্ত্রীর স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে। ভবিষ্যতের জন্য অহেতুক চিন্তার ফলে আপনার মেজাজ খারাপ হতে পারে। আজ কাজেও অনিহা আসবে আপনার। কাছের করো সু-পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হবে।

কর্কট – CANCER :

কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে আশানুরূপ অগ্রগতি হবে। হাতে টাকা পয়সা আসতে পারে। বিশেষায়িত পণ্য ক্রয়ে লাভবান হতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে আজ সুখ শান্তি ফিরে পাবেন। অংশিদারী কাজে ভুল বোঝাবুঝি কমে আসবে। নতুন কোনও যৌথ বিনিয়োগের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়।

সিংহ- LEO :

বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে আসতে পারে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে না। কোনও বন্ধুর সাথে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা। শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। প্রেমিকার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিতে হতে পারে৷

কন্যা- VIRGO:

কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার ক্ষমতা আপনার মধ্যে আছে। নতুন করে টাকা রোজগারের সুযোগগুলোকে কাজে লাগান। তবে আজ চাকরির জায়গায় অশান্তির সম্ভাবনা রয়েছে। ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে যাচ্ছেন। পারিবারিক সংঘর্ষ আপনার বৈবাহিক জীবনকে প্রভাবিত করতে পারে।

তুলা- LIBRA :

তুলা রাশির জাতক জাতিকার প্রত্যাশিত কাজে অগ্রগতি আশা করা যায়। গৃহে আত্মীয় স্বজনের আগমনের যোগ প্রবল। পারিবারিক কাজে কিছুটা ব্যস্ত থাকতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনও নতুন দায়িত্ব লাভের সুযোগ পাবেন। যানবাহন ক্রয়/বিক্রয়ের যোগ রয়েছে। সম্পত্তি সংক্রান্ত সমস্যার অবসান হতে পারে। 

বৃশ্চিক- SCORPIO :

পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের আশানুরূপ লাভের যোগ। বকেয়া টাকা আদায় হতে পারে। কোনও সামাজিক কাজে অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের দিনটি লাভদায়ক। বাড়িতে আত্মীয়কুটম্বের আগমনের যোগ প্রবল। বস্ত্র ও পোশাক ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন। 

কোনও অনুষ্ঠানে অংশ নিলে আপনার পুরস্কৃত হওয়ার যোগ রয়েছে। দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে। সকল প্রকার ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।

ধনু -SAGITTARIUS :

বিদেশ থেকে ভালো কোনও সংবাদ পেতে পারেন। আজ অবশ্যই আপনার মেইল বক্স চেক করুন। কোনও ভালো সংবাদ পেতে চলেছেন। 

মকর -CAPRICORN :

সিদ্ধান্ত নেওয়ার সময় অহংকারকে প্রশ্রয় দেবেন না। অধীনস্থদের বক্তব্যও মন দিয়ে শুনুন। আজ কল্যাণকর দিন। নিত হতে পারেন। কোনও অনুষ্ঠানে অংশ নিলে আপনার পুরস্কৃত হওয়ার যোগ রয়েছে। দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে। সকল প্রকার ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।

কুম্ভ -AQUARIUS :

ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের যোগ প্রবল। ঠিকাদারী কাজে ব্যয় বৃদ্ধি কিছুটা চিন্তায় ফেলে দিতে পারে। দৈনন্দিন প্রয়োজনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। গ্রামের বাড়িতে যাত্রার যোগ প্রবল।

মীন- PISCES :

রাশির জাতক জাতিকার দিনটি কর্মক্ষেত্রে সাফল্যের। বেকারদের কাজ কর্মের যোগ প্রবল। পদস্থ কর্মকর্তা বা পিতার সাহায্য পেতে পারেন। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে ওঠার সুযোগ আসবে। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা নতুন কোন ব্যবসায়ীক আলোচনায় সফল হবেন।

Previous articleষষ্ঠ থেকে নবম শ্রেণির পড়ুয়ারা নতুন ক্লাসে উঠবে পরীক্ষা ছাড়াই,নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের
Next articleকুয়াশায় মুখ ঢেকেছে বনগাঁ থেকে শহর কলকাতা- আড়ালে শীত, কবে নামবে পারদ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here