দেশের সময় ওয়েবডেস্কঃ প্রত্যাশা মতোই আনলক ৪ পর্যায়ে কলকাতায় শুরু হচ্ছে মেট্রো পরিষেবা। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই পরিষেবা। তবে পরিষেবা চালু হলেও সবাই মেট্রোর সুবিধা নিতে পারবেন না। কারণ, টিকিট বা টোকেন সিস্টেম আপাতত থাকছে না মেট্রোতে। শুধুমাত্র স্মার্ট কার্ড যাঁদের রয়েছে তাঁরাই যাতায়াত করতে পারবেন বলে জানানো হয়েছে।
কলকাতায় মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে রেলবোর্ডকে চিঠি লিখে আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপরে শনিবার সন্ধেবেলা আনলক ৪ পর্যায়ের গাইডলাইন জারি করে কেন্দ্র। সেখানে বলা হয়, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে মেট্রো রেল পরিষেবা চালু করা যাবে। এর জন্য কী কী বিধিনিষেধ থাকবে তা ঠিক করবে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। তবে তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও রেলমন্ত্রকের সঙ্গে আলোচনা করে নেবে তারা।
এরপরেই রবিবার কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, “৭ তারিখ থেকেই মেট্রো পরিষেবা চালু হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা টোকেন সিস্টেম রাখছি না। কারণ টোকেন সিস্টেম থাকলেই লাইন দিয়ে টিকিট কাটতে হবে। ফলে ভিড় বাড়বে। এতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহারকারীরাই যাতায়াত করতে পারবেন।”
কিছুদিনের মধ্যেই একটা নতুন অ্যাপ আনতে চলেছে মেট্রো রেল এমনটাই জানিয়েছে ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা শিগগির একটা অ্যাপ নিয়ে আসছি। গুগলের প্লে স্টোর থেকে এই অ্যাপ ইনস্টল করা যাবে। এই অ্যাপ ব্যবহার করেই স্মার্ট কার্ডে টাকা ভরা কিংবা নতুন স্মার্ট কার্ড কেনা যাবে। বাকি কেন্দ্রের স্বাস্থ্যবিধি অনুযায়ী অন্যান্য নির্দেশিকা জারি হবে।”
মেট্রোকে কলকাতা বাসীর লাইফলাইন বলা যায়। প্রতিদিন কয়েক লাখ যাত্রী যাতায়াত করেন মেট্রোতে। তাই লকডাউনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর আগে নিয়ম মেনে অল্প করে হলেও মেট্রো পরিষেবা চালু করার আবেদন করেন। এমনকি শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্যও এই পরিষেবা চালু করার কথা বলেন তিনি।
মেট্রো পরিষেবা চালু হওয়ার খবরে স্বভাবতই খুশি শহরবাসী। কিন্তু টোকেন সিস্টেম আপাতত না থাকায় কিছুটা সমস্যায় পড়বেন তাঁরা। কারণ, যাঁরা নিত্যযাত্রী নন, তাঁদের অনেকের কাছেই স্মার্ট কার্ড থাকে না। কারণ সেখানে ন্যূনতম একটা টাকা জমিয়ে রাখতে হয়। তাই মেট্রো শুরু হলে যাতায়াতের জন্য সবাইকে স্মার্ট কার্ড কিনতে হবে। তাতে কিছুটা সমস্যা হতে পারে বলেই জানাচ্ছেন অনেকে।