কলকাতায় উদ্ধার ২১ কেজি গাঁজা ,গ্রেফতার ১

0
463

দেশের সময় ওয়েবডেস্কঃ বছরের প্রথম দিনেই বড় সাফল্য কলকাতা পুলিশের। ২১ কেজির বেশি গাঁজা-সহ এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

ঘটনাটি ঘটেছে পোর্ট এলাকায়। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তাদের কাছে খবর ছিল নতুন বছরের শুরুতেই ওই এলাকায় বেআইনি মাদক পাচার হবে। সেইমতো ছক কষে পুলিশ। এদিন যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশ ও পোর্ট ডিভিশন পুলিশ। হাতেনাতে এক যুবককে ধরে ফেলে তারা।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম শিবলাল যাদব। পোর্ট এলাকাতেই তার বাড়ি। ধৃতের কাছে বেশ কিছু প্যাকেট উদ্ধার হয়। পরে হিসেব করে দেখা যায় তার মধ্যে ২১ কেজি ২৩০ গ্রাম গাঁজা রয়েছে। এই পরিমাণ গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। প্যাকেটে করে গাঁজা পাচার করছিল শিবলাল। কিন্তু তার আগেই সে ধরা পড়ে যায়। তার কাছে দেড় হাজার টাকা নগদও পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত শিবলালকে নিজেদের হেফাজতে নিয়েছে পোর্ট থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই পরিমাণ গাঁজা সে কোথায় পেল ও কাদের তা বিক্রি করতে যাচ্ছিল সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Previous articleপাঁচ বাঙালি কোমর বাঁধছেন ২০২০ অলিম্পিকে পদক জেতার লক্ষ্যে
Next articleনতুন বছর আপনার কেমন কাটবে জানুন জন্মতারিখ মিলিয়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here