করোনা কাঁটা! শিয়ালদা ডিভিশনে ফের বাতিল লোকাল ট্রেন,এখনই লকডাউন-নাইট কার্ফু নয়: মমতা

0
968

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বাংলা। রোজই হু হু করে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বাংলায় কি লকডাউন জারি করা হবে? এ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে মমতা বললেন, ‘এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়।’

সাংবাদিক বৈঠকে বঙ্গবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আতঙ্কের কোনও কারণ নেই। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। আরও সাড়ে ৪ হাজার বেড বাড়ানো হবে। ৪০০ অ্যাম্বুল্যান্স রয়েছে। রাজ্য সরকার সবরকম পদক্ষেপ করছে।’ রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলেও জানান তিনি। উল্লেখ্য, গতকালই ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওয়ার্ক ফর্ম হোমে জোড় দেওয়া হয়েছে। স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে।’ বিধানসভা নির্বাচনের দফা কমানো প্রসঙ্গে এদিন ফের মমতা বলেন, ‘নির্বাচনটা একদিনে করে নিলে ভালো হত। নির্বাচন প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি শেষ হবে, তত প্রশাসন ভালো ভাবে কাজ করতে পারবে এই পরিস্থিতিতে। ভোট সামলাবে না কোভিড সামলাবে, কোনটা করবে। ছোট ছোট প্রচার সভা করা যেতে পারে’

এদিন টুইটারে মমতা লিখেছিলেন, ‘ভারতে করোনা সংক্রমণের ব্যাপক বৃদ্ধির মধ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত ওষুধ ও টিকা দিয়ে সাহায্য করার আর্জি জানিয়েছি।’ দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে প্রতিটি স্তরে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমি সব উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছি। রাজ্যের মুখ্যসচিব ও অন্যান্য আমলা দুপুর ২টোয় সাংবাদিক বৈঠক করে সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন।’

করোনা সুনামিতে দেশের বিভিন্ন প্রান্তের মতো ভয়াবহ পরিস্থিতি বাংলাতেও। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । ভাইরাসের কোপ এসে পড়ল এবার ট্রেন পরিষেবাতেও। শিয়ালদা শাখায় ফের ট্রেন বাতিল করা হল। একাধিক চালক ও গার্ড করোনায় আক্রান্ত হওয়ায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে এই সময় ডিজিটালকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানানন, ‘আজ ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই মুহূর্তে ২০ জনের মতো চালক ও গার্ড করোনায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। ট্রেন চলাচল পরিষেবা স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছি। জানি না, কতদিন এভাবে চলবে।’ তবে, এখনও হাওড়া ডিভিশনে কোনও ট্রেন বাতিল করা হয়নি বলে জানান। তিনি বলেন, ‘হাওড়া ডিভিশনে কোনওমতে ট্রেন চালাচ্ছি, জানি না, কতদিন পারব।’

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে পূর্ব রেলের চারটি ডিভিশনেরই বেশ কয়েকজন মোটরম্যান, গার্ড এবং সামনের সারির কর্মী গত কয়েক দিনে আক্রান্ত। গত সপ্তাহে একদিনে শিয়ালদহ ডিভিশনের ১৪ জন গার্ড করোনা-আক্রান্ত হয়ে পড়ায় লোকাল ট্রেন পরিষেবায় প্রভাব পড়ে। গার্ডের অভাবে শুক্রবার ডিভিশনের বিভিন্ন শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট ২৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। শনিবারও ট্রেনগুলি বাতিল ছিল।

এদিকে, দক্ষিণ পূর্ব রেলে এখনও তেমন প্রভাব পড়েনি বলেই জানালেন জনসংযোগ আধিকারিক গীতা সরকার। তিনি এই সময় ডিজিটালকে জানান, ‘দক্ষিণ পূর্ব শাখায় স্বাভাবিক ভাবেই ট্রেন চলছে। মাস্ক না পরলে জরিমানার যে নির্দেশিকা রয়েছে, তা ভালোভাবে দেখা হচ্ছে। সবরকম সচেতনতা নিয়েই ট্রেন চালানো হচ্ছে।’

যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে কি ফের বন্ধ হতে পারে ট্রেন পরিষেবা? এ ব্যাপারে রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ও সিইওসুনীত শর্মা জানিয়েছেন, বর্তমানে ৭০ শতাংশ প্যাসেঞ্জার ট্রেন চলছে। এখনও পর্যন্ত কোনও রাজ্যের পক্ষ থেকে ট্রেন বন্ধ রাখার আবেদন জানানো হয়নি। উল্লেখ্য, গতবছর করোনা সংক্রমণের জেরে লকডাউন জারি করা হয় দেশে। এর ফলে গত বছরের ২৩ মার্চ থেকে দীর্ঘ প্রায় নয় মাস ধরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। তবে কিছু স্পেশাল ট্রেন চালানো হয়েছিল।

Previous articleকাল থেকে স্কুল বন্ধ রাজ্যে,বেলাগাম করোনা, টুইটে বাংলার মানুষকে রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর
Next articleকরোনা-ভয় সত্ত্বেও বাংলায় কমছে না মোদীর সভা, সামাজিক দূরত্ব রক্ষার আশ্বাস বিজেপি-র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here