করোনার জের:কলকাতা-সহ ৮৮টি পুরসভায় বসছে প্রশাসক

0
639

দেশের সময় ওয়েবডেস্কঃ মেয়াদ ফুরিয়ে যাওয়ায় হাওড়া, পাণিহাটি, নৈহাটির মতো রাজ্যের ১২টি পুরসভায় আগেই প্রশাসক বসিয়েছিল নবান্ন। করোনাভাইরাসের আশঙ্কায় সোমবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ভোট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ফলে কলকাতা-সহ রাজ্যের ৮৮টি পুরসভায় প্রশাসক বসাতে চলেছে রাজ্য।

এপ্রিলের বিভিন্ন সময়ে মেয়াদ শেষ হচ্ছে কলকাতা-সহ এই ৮৮টি পুরবোর্ডের। ভোট না হলে বোর্ডের কোনও অস্তিত্ব থাকবে না। সেক্ষেত্রে নাগরিক পরিষেবার রুটিন কাজ করতে হবে প্রশাসকদেরই।


বিজেপি আগেই জানিয়েছিল তারা এই পরিস্থিতিতে ভোট পিছোনোর দাবি জানাবে। বিজেপি নেতা মুকুল রায়ের যুক্তি ছিল, ভোটের লাইনে অনেক মানুষ একসঙ্গে দাঁড়ালেও সংক্রমণ ছড়াতে পারে। রবিবার রাতে তৃণমূলের তরফেও রাজ্য নির্বাচন কমিশনের কাছে আপাতত ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। এদিন নির্বাচন কমিশনের দফতরে ন’টি রাজনৈতিক দল একসুরে ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানায়। বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়ে দেন, উদ্ভুত পরিস্থিতিতে ভোট এখন হচ্ছে না। ১৫দিন পর বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


সরকারের তরফে ভোটের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছিল। একরকম ঠিকও হয়ে গেছিল যে, ১৫ এপ্রিল হবে ভোট। এদিন কমিশন জানায়, তারা ভোট করতে প্রস্তুত। কিন্তু এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলের আপত্তিতে তা বন্ধ রাখা হচ্ছে। করোনার প্রকোপে এখন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিকাশি ব্যবস্থা ঠিক রাখা এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ফলে সমস্ত পুরসভার প্রশাসকদের কাঁধে থাকবে করোনা মোকাবিলার গুরু দায়িত্ব।

Previous articleপিছিয়ে গেল পুরভোট, করোনা আতঙ্কের জেরে সিদ্ধান্ত কমিশনের
Next articleকরোনা আতঙ্কের জের: এক নজরে দেখে নেওয়া যাক কী কী বন্ধ থাকছে বাংলায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here