কমলা ও মাইকের বিতর্কসভা নিয়ে আমূলের নতুন ডুড্‌ল, মিঃ ভাইস প্রেসিডেন্ট, আই অ্যাম স্ন্যাকিং: দেখে মুগ্ধ নেটদুনিয়া

0
471

দেশের সময় ওয়েবডেস্কঃ আবারও আমূলের শৈল্পিক দক্ষতার প্রকাশ নজড় কারলো নেটদুনিয়ার ৷এবারে আমূলের ফাঁদে পড়লেন মারকিন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিস ও মাইক পেনস। সম্প্রতি ভাইস–প্রেসিডেনশিয়াল ডিবেটের একটি ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বর্তমান উপরাষ্ট্রপতি মাইক কমলা হ্যরিসের কথার মাঝধখানে কথা বলতে যাওয়ায় কমলা তাঁকে থামিয়ে দিয়ে বলছেন, ‘‌মিঃ ভাইস প্রেসিডেন্ট, আই অ্যাম স্পিকিং।’‌ নারীশক্তির এই দৃঢ়তায় মুগ্ধ হয়ে গিয়েছে নেটদুনিয়া। আর সেই মুহূর্তকে কাজে লাগিয়েই ভারতের বিখ্যাত ডেয়ারি সংস্থা আমূলের এই নতুন ডুড্‌ল। 

দেখা যাচ্ছে, আমূল ম্যাসকট হিসেবে একটি টেবিল চেয়ারে কমলা হ্যারিস। উল্টোদিকে ভাইস প্রেসিডেন্ট মাইক। তর্ক চলার ভঙ্গিতে মাইক। তাঁর সামনে খাতা কলম। আর কমলার সামনে পাউরুটি আর মাখন। মাইককে থামিয়ে দিয়ে কমলা বলছেন, ‘‌মিঃ ভাইস প্রেসিডেন্ট, আই অ্যাম স্ন্যাকিং।’ অর্থাৎ ‘‌আমি এখন জলখাবার খাচ্ছি।’ 

ইনস্টাগ্রামের এই পোস্টটির লাইকের সংখ্যা তেইশ হাজার ছাড়িয়ে গিয়েছে। তেমনই অসংখ্য শেয়ার। কিছুদিন আগে ১৯৯৫ সালের একটি ডুড্‌ল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল আমূল। ঊর্মিলা মাতোন্ডকারের সঙ্গে কঙ্গনা রানৌতের বাকযুদ্ধ চলছিল, তখন তৎকালীন বিখ্যাত ছবি ‘‌রঙ্গিলা’‌ নিয়ে বানানো একটি ডুড্‌ল দেখে অনেক নেটিজেনই সেটিকে নারীবিদ্বেষী বলেছিলেন। কিন্তু সম্প্রতি এই ডুড্‌লটি বানিয়ে ফের সকলের জনপ্রিয়তা অর্জন করে নিল ‘‌আমূল টপিক্যাল’।‌ ‌‌

Previous articleবিজেপির সঙ্গে দোলাদুলি করছে তৃণমূল: অধীর চৌধুরী
Next articleদেশের সময়/Desher Samay

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here