ওপার বাংলার পদ্মার ইলিশ নিয়ে এপার বাংলায় ঢোকার সময় পেট্রাপোল সীমান্তে পাকড়াও ট্রাক

0
1283

দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবার রাতে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে তল্লাশির সময় একটি  ট্রাককে আটক করে বিএসএফ। তল্লাশির সময় উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার ইলিশ। চালককে জেরা করে জানাগিয়েছে , মাছগুলি গোপনে এ রাজ্যে আনা হচ্ছিল। এর আগেও একই ভাবে ইলিশ পাচার হয়েছে বলে অনুমান বিএসএফের।

বিএসএফ সূত্রে খবর, ট্রাকের কেবিনে লুকিয়ে ৯টি সাদা ব্যাগে ইলিশ আনা হচ্ছিল। বিএসএফের দাবি, সেগুলি মুলত পাচারের জন্য এপারে আনা হচ্ছিল। এই ঘটনায় আটক করা হয়েছে বিপ্লব শীল নামে এক যুবককে। তাঁর বাড়ি বনগাঁয়। ধরা পড়া ইলিশ এবং ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে।এদিন বাংলাদেশ থেকে ভারতে আসছিল ওই ইলিশ। বিএসএফ সূত্রে জানাগিয়েছে ধরা পড়া ইলিশের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লক্ষ ২৬ হাজার টাকা।

জেরায় ধৃত যুবক বিএসএফকে জানিয়েছেন, গত ৪ অগস্ট বাংলাদেশে গিয়েছিলেন তিনি। মিরাজ চৌধুরি নামে এক ব্যক্তি তাঁর কাছে ব্যাগভর্তি ইলিশ দেন। তাঁকে বলা হয়, খোকন নামে এক ব্যক্তি পেট্রাপোল সীমান্তের নরহরিপুর গ্রামের কাছে ব্যাগগুলি নিয়ে নেবেন। এই কাজের জন্য তাঁকে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। এই ঘটনায় পঙ্কজ নামে এক ব্যক্তি জড়িত বলেও বিএসএফ সূত্রে জানাগিয়েছে।

বেশ কিছুদিন ধরেই গোপনে ও পার বাংলা থেকে এ রাজ্যে ইলিশ পাচার করছেন কিছু অসাধু ব্যবসায়ী। বুধবার রাতে হাতেনাতে ধরা পড়ল ও পার বাংলার ইলিশ।বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ রয়েছে। এ রাজ্যের ভোজন রসিকেরা গঙ্গার ইলিশেই স্বাদ মেটাচ্ছেন। গত দু’বছরে বাংলায় সে ভাবে ইলিশ জালে পড়েনি। এ বছর প্রচুর ইলিশ ওঠার সম্ভাবনার কথা জানিয়েছিলেন মৎস্যজীবীরা।কিন্তু এখনও পর্যন্ত হতাশ ক্রেতা-বিক্রেতারা। অসাধু ব্যাবসায়ীরা এই সময়ে অতিরিক্ত মুনাফার জন্য ইলিশ পাচার করার চেষ্টা করছিল বলে জানিয়েছে বিএসএফ।

Previous articleস্বাধীনতা দিবস জীবনের সচেয়ে বড় দিন,ঘরে ঘরে পতাকা তুলুন: মুখ্যমন্ত্রী
Next articleকরোনা মোকাবিলায় বড় পদক্ষেপ, রাজ্যে চালু ‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here