দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা আবহে এবছর বিজয়ার শুভেচ্ছা ভার্চুয়ালি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে।’
বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে। pic.twitter.com/036TxAU30i
— Mamata Banerjee (@MamataOfficial) October 26, 2020
শুধুমাত্র বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোর ভাসান নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন তাই নয়। বাংলার পাহাড়ি অঞ্চলে এই দিনে পালিত হয় দশাইন উৎসব। সেইকথা মাথায় রেখে পাহাড়ের ‘ভাই বোন’দেরও শুভেচ্ছা জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমার পাহাড়ের ভাই ও বোনেদের জানাই দশাইন এর আন্তরিক শুভেচ্ছা।’?
দলীয় নেতা, কর্মীরাও তাঁকে ভার্চুয়ালি শুভেচ্ছা জানান। তবে এই ব্যবস্থায় তৃণমূলের বহু নেতা, কর্মীদের অনেকেরই কিছুটা হলেও মন খারাপ। দুঃখপ্রকাশ করেছেন মন্ত্রী জাভেদ খানও। কারণ প্রতিবছর বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে মমতার কালীঘাটের বাড়িতে দলীয় নেতা, কর্মীদের ঢল নামে৷
সেই সঙ্গে চলে দেদার মিষ্টিমুখ। মমতা নিজে প্রত্যেকের খাবার প্রতি নজর দেন। এবার সেসব না থাকায় মনখারাপ হলেও করোনা পরিস্থিতিতে সবাই এই বিধি পানল করছেন। প্রসঙ্গত, পুজোর সময়ই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের বলে দেন, যে এবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করা যাবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব। সামাজিক মাধ্যমে মন্ত্রী ফিরহাদ হাকিম লিখেছেন, ‘আবার এসো মা। দুঃখ জ্বালা ফিরিয়ে নিয়ো, সুখ শান্তি এনে দিয়ো, রোগ বিষাদের মুক্তি দিয়ো। আবার এসো মা। সকল কে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।’
বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-ও। তিনি লিখেছেন, ‘শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। মায়ের কাছে এই প্রার্থনা রইলো যে তিনি যেন সবার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে দেন।’