ইন্দ্রজিৎ রায়, শান্তিনিকেতন:
উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত বীরভূমবাসি। উচ্চ মাধ্যমিকে এবার কুচবিহার জেনকিনস স্কুল এর ছাত্র রাজর্ষি বর্মন এর সাথে যুগ্মভাবে প্রথম হয়েছেন বীরভূম জিলা স্কুলের ছাত্র শোভন মন্ডল, তাঁর প্রাপ্ত নাম্বার ৪৯৮।
বীরভূমের ময়ূরেশ্বর থানার প্রত্যন্ত গ্রাম কাঠদীঘার এলাকায় বাড়ি শোভনের। বাবা সুভাষ মন্ডল প্রাথমিক স্কুলের শিক্ষক মা নূপুর মণ্ডল গৃহবধূ। পড়াশোনায় বরাবর মেধাবী শোভন মাধ্যমিকেও অষ্টম স্থান অধিকার করেছিল। এপিজে আবদুল কালামের অন্ধভক্ত মানুষের সেবার স্বার্থে চিকিৎসক হতে চায় শোভন। ক্রিকেটেও বিরাট কোহলির অন্ধ ভক্ত শোভনের প্রিয় বিষয় অংক। তাঁর বিষয় ভিত্তিক নাম্বার বাংলায় ১০০ অংকে ১০০ কেমিস্ট্রিতে ১০০ ইংরেজিতে ৯৯ ও জীবন বিজ্ঞানে ৯৯।
অন্যদিকে রাজ্যে চতুর্থ ও কলা বিভাগে প্রথম বীরভূমের সাঁইথিয়া টাউন উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাকেশ দে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। ইতিহাস তাঁর প্রিয় বিষয়। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলায় পাগল সে, আসন্ন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের দিকে তাকিয়ে থাকবে বলে জানিয়েছে রাকেশ।
মাধ্যমিকেও দশম স্থান অধিকার করেছিল সে। মাধ্যমিকে ভালো রেজাল্ট করায় সাঁইথিয়াবাসির ভালোবাসা পেয়ে উদ্বুদ্ধ হয়েছিল বলে জানিয়েছে সে। বাবা রঘুনাথ দে বি.এস.এন.এল এর কর্মী, মা কাকলি দে গৃহবধূ।
রাকেশ এর বিষয়ভিত্তিক নাম্বার দর্শনে ১০০ সংস্কৃতে ৯৮ বাংলায় ৯৯ ইতিহাসে ৯৭ ও রাষ্ট্রবিজ্ঞানে ৯৮।
এছাড়াও উল্লেখযোগ্য ফল করে বীরভূম জেলাবাসিকে গর্বিত করেছে যারা —
শীর্ষেন্দু ঘোষ রাজ্যে পঞ্চম। প্রাপ্ত নম্বর ৪৯১। বীরভূম জিলা স্কুল।
রাজ্যের ষষ্ঠ কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতনের ছাত্রী স্নিগ্ধা বর্ধন প্রাপ্ত নম্বর 8৯০ এবং রাজ্যে সপ্তম বোলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজীব হাজরা, তাঁর প্রাপ্ত নাম্বার ৪৮৯।