আজ ৪টে থেকে কোভিড ১৯ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন, কীভাবে করবেন? জানুন

0
886

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। মারণ ভাইরাসকে রুখতে টিকাকরণে জোর দিয়েছে মোদী সরকার। আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সকলকে ভ্যাকসিন দেওয়া হবে। ১৮ ঊর্ধ্বদের টিকাকরণের জন্য আজ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে অনলাইনেই। আরোগ্য সেতু অ্যাপ বা CoWIN ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। আজ বিকেল ৪টে থেকে CoWIN Aarogya Setu ও UMANG App- এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।

ভ্যাকসিন নিতে যাওয়ার সময় যা মনে রাখবেন…

* আপনার সচিত্র পরিচয়পত্র ও টিকাকরণের অ্যাপোয়েন্টমেন্টের জন্য যাবতীয় নথি সঙ্গে রাখবেন।

* আপনার যদি কোনও কো-মর্বিডিটি থাকে, তাহলে মেডিক্যাল সার্টিফিকেট লাগবে।

* যে কোনও পরামর্শের জন্য CoWIN হেল্পলাইন নম্বর 1075-এ ফোন করতে পারেন।

টিকা নেওয়ার জন্য CoWIN পোর্টালে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

* প্রথমে www.cowin.gov.in এখানে লগ ইন করুন।

* আপনার মোবাইল নম্বর দিন। এরপর OTP-র সাহায্যে অ্যাকাউন্ট তৈরি করুন।

* OTP নম্বর দিন। এরপর ভেরিফাই বাটন প্রেস করুন।

* এরপর রেজিস্ট্রেশন অফ দ্য ভ্যাকসিনেশন পেজ দেখাবে। ওই পেজে ফটো আইডি প্রুফের অপশন পাবেন।

* আপনার নাম, বয়স, লিঙ্গ লিখুন। সঙ্গে পরিচপত্রের নথি আপলোড করুন।

* এরপর রেজিস্টার বাটন প্রেস করুন।

* রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলেই, ‘অ্যাকাউন্ট ডিটেলস’ দেখাবে।

* ‘ADD MORE’ বাটন প্রেস করতে পারেন, এতে আরও তিনজনকে আপনি অ্যাড করতে পারবেন।

* এবার ‘শিডিউল অ্যাপোয়েনমেন্ট’ বাটন ক্লিক করুন।

* এরপর আপনার পছন্দমতো ভ্যাকসিনেশন সেন্টার বেছে নিন।

* টিকা নেওয়ার দিন দেখাবে, এরপর ‘Book’ বাটন প্রেস করুন।

* বুক করা হলে, আপনি একটি মেসেজ পাবেন। ভ্যাকসিন কেন্দ্রে কনফার্মেশন ডিটেলস দেখাতে হবে।

আরোগ্য সেতু অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

* আরোগ্য সেতু অ্যাপে হোমপেজে ‘CoWIN’ ট্যাবে যান

* CoWIN আইকনের নীচে ‘ভ্যাকসিনেশন’-এ ট্যাপ করুন। এরপর ‘রেজিস্টার নাও’ অপশনে ক্লিক করুন।

* এরপর মোবাইল নম্বর লিখুন। তারপর ‘proceed to verify’-এ ক্লিক করুন। OTP দিন। আবার ‘proceed to verify’ সিলেক্ট করুন।

* নম্বর ভেরিফিকেশনের পর ফটো আইডি আপলোড করতে হবে।

* বয়স, লিঙ্গ, জন্ম তারিখ লিখতে হবে।

* একসঙ্গে চারজনের রেজিস্টার করতে পারবেন এখানে।

* কোথায় ভ্যাকসিন নেবেন, সেই কেন্দ্র বাছবেন এবার। তারপর ‘Book’ অপশন সিলেক্ট করবেন।

* রেজিস্ট্রেশন প্রক্রিয়া হলে আপনি মেসেজ পাবেন।

UMANG অ্যাপে কীভাবে রেজিস্টার করবেন?

* UMANG অ্যাপ হোমপেজে গিয়ে ‘CoWIN’ ট্যাবে যান

* এরপর ‘Register or Login For Vaccination’-এ ক্লিক করুন।

* মোবাইল নম্বর দিন, তারপর ‘Submit’ অপশন ক্লিক করুন। 

* আপনি ফোনে OTP পাবেন। OTP দিয়ে ‘Verify OTP’ -তে ক্লিক করুন।

* এবার ফটো আইডি প্রুফ সিলেক্ট করুন। ফটো আইডি নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ লিখে ‘Submit’ অপশন ক্লিক করুন।

* এরপর ‘OK’ বাটন ক্লিক করুন।

* ‘ADD MORE’ বাটন প্রেসের মাধ্যমে আরও চারজনের রেজিস্ট্রেশন করতে পারবেন।

* এরপর ‘Schedule Appointment’ -এ ক্লিক করুন।

* কোথায় ভ্যাকসিন নেবেন, সেই কেন্দ্র বাছবেন এবার। জেলা, বা পিনকোড দিয়ে সার্চ করতে হবে। কবে টিকা নেবেন, সেই তারিখ সিলেক্ট করতে হবে।

* পছন্দমতো ভ্যাকসিনেশন সেন্টার বাছাইয়ের পর অ্যাপোয়েন্টমেন্ট কনফার্ম করতে হবে।

*এরপর ফোন থেকে মেসেজ পাবেন।

Previous articleতাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের
Next articleএকুশের ফলের আগে মমতার ‘উপেন দা’ তৃণমূল ছাড়লেন ! কী ঘটল হঠাৎ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here