আজ সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি..

0
511

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। একটু বেলা গড়াতেই কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হল। দমদমের পাশাপাশি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হয়েছে হাওড়া–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাতে সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমে যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টির সম্ভাবনা কম। তবে দার্জিলিং–সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

শীত বিদায়ের পর তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করেছিল। এই মেঘ, বৃষ্টি তাতে স্বস্তি দেবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার মেঘ–বৃষ্টির কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যেতে পারে। মৌসম ভবন জানিয়েছে, হাওয়া বদলের সময় পুবালি ও পশ্চিমি হাওয়ার সঙ্ঘাতে তৈরি হয় ঝঞ্ঝা। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জোলো হাওয়া ঢুকে বিহার, ঝাড়খণ্ডের আকাশে গড়ে তোলে ঘূর্ণাবর্ত। যা ক্রমে রাজ্যের দিকে সরে এসে তৈরি হয়েছে বৃষ্টির পরিবেশ। মঙ্গলবারের মতো বুধবারও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে।‌

Previous articleলাইভ:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিন
Next articleমুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গোবরডাঙা হাসপাতালে নতুন করে ২৪ ঘণ্টা ইনডোর–আউটডোর চালু হচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here