আজকের দিন আপনার রাশির জন্য কেমন জানুন

0
893

রাশিফল

মেষ
শরীর
বাড়ির ছোটদের সাথে আনন্দে কাটান আজকের দিনটা। অযথা কাজের চাপ থেকে নিজেকে দূরে রাখাই ভালো।
অর্থ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে।
প্রেম নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না। কাছের মনুষ খুবই প্রাইভেট পার্সন, তাঁকে অযথা না বুঝে তাঁর অনুভূতিগুলো অন্যের সাথে ভাগ করতে যাবেন না।

বৃষ
শরীর
দারুণ আনন্দের দিন আজ, শরীরও থাকবে যথেষ্ট এনার্জিতে ভরপুর। মেজাজও ফুরফুরে থাকবে আজ।
অর্থ যে কোনও ব্যাঙ্কিংয়ের সিদ্ধান্ত নিতে গেলে খুব সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করতে গেলে সমস্যা হতে পারে।
প্রেম কাছের মানুষ আজ আপনাকে আনন্দে রাখবেন, তাঁকে যথেষ্ট গুরুত্ব দিন।

মিথুন
শরীর
এমন কিছু মানুষ আজ আপনাকে উত্যক্ত করতে পারেন, যাঁদের জন্য আপনার প্রেশার বেড়ে যেতে পারে। তাঁদের এড়িয়ে যেতে চেষ্টা করুন।
অর্থ বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন।
প্রেম প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। তাই বুঝে শুনে এগোতে হবে। মাথা গরম করলে চলবে না।

কর্কট
শরীর খাওয়া-দাওয়ার ক্ষেত্রে একটু নজর দিন। অতিরিক্ত খেলে শরীর খারাপ করতে পারে। চেষ্টা করুন প্রয়োজনের থেকে বেশি না খেতে।
অর্থ ব্যবসায়িক কৃতিত্বের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। তাঁরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুকে গুরুত্ব দেন না। তাতে আপনার ক্ষতি হতে পারে।
প্রেম কাছের মানুষের উপর অযথা নিজের সিদ্ধান্ত চাপাতে যাবেন না আজ। তাতে হিতে বিপরীত হতে পারে।

সিংহ
শরীর সারাক্ষণ মনমরা হয়ে থাকবেন না। চেষ্টা করবেন ভালো গান শুনতে, বই পড়তে, কাছের বন্ধুদের সাথে কথা বলতে। সুস্থ থাকবেন এতে।
অর্থ আপনি যতটা সৃজনশীল মানুষ, তাতে আপনার আরও কিছুটা উপার্জন হওয়া উচিত। আর সেটাই আজ আপনাকে বেশ কিছুটা আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে।
প্রেম বৈবাহিক জীবনে একটু টানাপড়েন থাকতে পারে আজ। আপনাকেই সামলাতে হবে পুরোটা।

কন্যা
শরীর সুস্থ থাকতে ব্যায়াম করার অভ্যাস ছাড়বেন না। আপনার খাওয়ার অভ্যাস অপরিমিত, তাই ব্যালেন্স করতে ব্যায়াম খুবই প্রয়োজন।
অর্থ দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আজ।
প্রেম সঙ্গী আজ যে কোনও সিদ্ধান্তে আপনার পাশে থাকবেন।

তুলা
শরীর কাজের চাপ থাকলেও, শরীর নিজের জায়গায় ঠিক থাকবে। তাই বাকি সবকিছু মন দিয়ে করতে পারবেন।
অর্থ প্রতি মুহূর্তে বাঁচার জন্য আপনার যে প্রবণতা, অনেক খরচ করে ফেলা, সেটা থেকে আজ বিরত থাকুন। নইলে পরে আপনাদেরই সমস্যা।
প্রেম আজ তো আনন্দের দিন দুজনেরই। খুনসুটি আর ভালোবাসা মিলেমিশেই থাকবে সম্পর্কে।

বৃশ্চিক
শরীর আজ শরীর থাকবে চনমনে। তাই বাকি সবকিছুতে মন দিতে পারেন নির্ঝঞ্ঝাটভাবে।
অর্থ পুরনো কোনও সম্পত্তি আজ আপনার হাতে বংশ পরম্পরায় আসতে পারে।
প্রেম কাছের মানুষ আজ কোনও এক কারণে আপনার উপর রাগে ফেটে পড়তে পারেন। কী ভাবে সামলাবেন, সেটা কিন্তু আপনারই হাতে।


ধনু

শরীর শরীর ভালো রাখতে আজ বন্ধুদের সাথে সময় কাটান।
অর্থ অযথা অপচয় করবেন না, পরে কিন্তু টাকা পয়সা নিয়ে সমস্যায় কাউকেই পাশে পাবেন না।
প্রেম আপনার সঙ্গী আজ তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন, যা আপনাকে হতাশ করতে পারে।

মকর

শরীর একটু খেলাধুলো করুন, সারাদিন ফুরফুরে থাকবেন।
অর্থ আর্থিক বিষয়ে উদাসীন হবেন না, তাতে আপনার অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে।
প্রেম অফিসে যাওয়ার সময় সঙ্গীর কথা মনে রাখার চেষ্টা করবেন, নইলে সারাদিনে তিনি বারবার আপনাকে ফোন করতে থাকবেন। কারণ আজ তিনি বেশ রোম্যান্টিক মুডে থাকবেন।

কুম্ভ
শরীর যোগাসন আর প্রাণায়াম ছাড়া কোনও গতি নেই আজ। তাই যতই কষ্ট হোক, সকালে ওইটুকু আপনাকে করতেই হবে।
অর্থ কোনও আজানা উৎস থেকে বেশ কিছুটা টাকা আপনার কাছে উপহার হিসেবে আসতে পারে আজ।
প্রেম তৃতীয় কোনও মানুষ আজ অসৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের মাঝে সমস্যা করতে পারে, চেষ্টা করুন সেটা ঠিক মতো বুঝে নিতে।

মীন
শরীর জীবনীশক্তির অভাবে শারীরিক অসুস্থতা গ্রাস করে ফেলবে আজ আপনাকে। চেষ্টা করুন মনের জোর আনতে।
অর্থ সন্দেহজনক কোনও আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন।
প্রেম আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। ভালোবাসায় অন্ধ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।

Previous articleমধ্যরাতে লোকসভায় পাশ হল নাগরিকত্ব সংশোধনী বিল,পক্ষে ভোট ৩১১, বিপক্ষে ৮০
Next articleঝাড়খণ্ডে সিআরপিএফের ক্যাম্পে দুই অফিসারকে গুলিতে ঝাঁঝরা করে দিল কনস্টেবল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here