আঙরাইল সীমান্তে দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম ১বিএসএফ জওয়ান

0
1732

দীপ বিশ্বাস,দেশের সময়, বনগাঁ: দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হলেন এক বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে গাইঘাটা থানার আংরাইল সীমান্তে। জখম বিএসএফ জওয়ানের নাম আনিসুর রহমান।তিনি ৬৪ নম্বর ব‍্যাটেলিয়নের জওয়ান।

বিএসএফ সূত্রে জানা গেছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ওই জওয়ান যখন সীমান্তের কাঁটাতার এলাকায় ডিউটি করছিলেন এই সময় একদল বাংলাদেশি চোরাকারবারি ভারতে ঢোকার চেষ্টা করে । ওই জওয়ান তাদেরকে আটকানোর চেষ্টা করলে তারা তাকে লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে। আর তারই একটি বোমা তার গায়ে আঘাত করে।

সেটি ফেটেই তার ডান হাত এবং ডান পা মারাত্মকভাবে জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বনগাঁ হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এর আগেও সীমান্ত এলাকায় বাংলাদেশী দুষ্কৃতীদের হাতে জখম এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছে জওয়ানদের।

Previous articleতৃণমূলের দখলে চলে যাওয়া দলীয় কার্যালয় ফেরত চায় বনগাঁ শহর কংগ্রেস নেতৃত্ব
Next article৭২ ঘণ্টার মধ্যে বনগাঁ পুরসভায় অনাস্থা আনতে নির্দেশ হাইকোর্টের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here