আইপিএলের টাইটেল স্পনসরের দৌড়ে এগিয়ে রয়েছে টাটা

0
413

দেশের সময় : প্রতিযোগিতা শুরু হতে আর বেশি দিন বাকি নেই। কিন্তু আইপিএল ২০২০-এরটাইটেল স্পনসর কারা হবে তা এখনও অনিশ্চিত। সূত্রের খবর, টাইটেলস্পনসরশিপ পাওয়ার অন্য আবেদনকরেছে টাটা গোষ্ঠীভুক্ত টাটা সন্স, ড্রিমইলেভেন, আনঅ্যাকাডেমি এবং বাইজু’স।দৌড়ে আপাতত এগিয়ে রয়েছে টাটা সন্স।
শোনা গিয়েছিল, এবারের আইপিএলেরটাইটেল স্পনসর হওয়ার জন্য জোরকদমেচেষ্টা চালচ্ছে পতঞ্জলি। কিন্তু নির্ধারিতসময়ের (১৪ আগস্ট) মধ্যে  আবেদন করেনি তারা। টাইটেল স্পনসর হওয়ার জন্যআগ্রহ প্রকাশ  করেছিল মুকেশ আম্বানির জিও টেলিকম এবং  বিল গেটসের মাইক্রোসফটও। কিন্তু তারাও শেষ পর্যন্তআবেদন করেনি।
উল্লেখ্য, ২০২২ আইপিএল পর্যন্ত চিনামোবাইল সংস্থা ভিভোর সঙ্গে চুক্তি ছিল বিসিসিআই-এর। কিন্তু দেশজোড়াবিক্ষোভের জেরে শেষেমেশ  নিজেদের সরিয়ে নেয় ভিভো। প্রতি আইপিএলের জন্য তাদের কাছ থেকে ৪৪০ কোটি টাকা পেতবোর্ড। সেই ক্ষতি পুরোপুরি পুষিয়ে নেওয়ারআশা  করছেন না সৌরভগঙ্গোপাধ্যায়,ব্রিজেশ  প্যাটেলরা। তবে বোর্ডকর্তাদের ধারণা,নতুন টাইটেলস্পনসর  এলে অন্তত ৭৫ ভাগ ক্ষতি পূরণকরা সম্ভব।

Previous articleবেকার যুবকদের কর্ম সংস্থান সুনিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে এলো হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন
Next article“দেশের সময়”ই-পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here