অশোকনগর ক্যারাম লাভার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা

0
120

সুপ্রকাশ চক্রবর্তী, অশোকনগর : ক্যারামের প্রতি স্থানীয় মানুষের আগ্রহ বাড়াতে প্রতি বছরের মতো এবছরও অশোকনগর ক্যারাম লাভার্স এ্যাসোসিয়েশনের  উদ্যোগে ৪ দিনের নানা অনুষ্ঠান সম্পন্ন হল জার্মানবাড়ি সংলগ্ন ময়দানে।

১০-১১ আগস্ট ক্যারাম প্রতিযোগিতায় ডবলসে ৩৪ দল এবং সিঙ্গেসসে ৩২ টি দল অংশ নেয়। ১৪ তারিখে চক্ষু ও হার্ট পরিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট অঙ্কন প্রতিযোগিতা ও সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ্যাসোসিয়েশনের সদস্য অনির্বান রায় ও সম্পাদক পার্থ দাস বলেন, ছেলে মেয়েদের মধ্যে বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে এই প্রতিযোগিতার উদ্যোগ ।

Previous articleB,Com Chaiwala: দেশভক্তি: দু বছর ধরে ভারতীয় সৈনিকদেরকে বিনামূল্যে চা খাওয়াচ্ছেন ‘বি,কম চাওয়ালা’ : দেখুন ভিডিও
Next articleশবরদের শিক্ষার প্রসারে পুরুলিয়ায় ৭টি স্কুল পরিচালনায় পথের দিশারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here