‘অলৌকিক গাছ’- এর ওষুধেই সারচ্ছে ৬৫ রোগ? ভাইরাল দাবিতে গাইঘাটার ময়না গ্রামে রোগীদের ভিড়, প্রতিবাদে মুখর যুক্তিবাদী মঞ্চ

0
47
রাহুল দেবনাথ, দেশের সময়

৬৫ রোগের অব্যর্থ ওষুধ একটিমাত্র গাছ? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই দাবি। সেই ‘ গাছ’ অবস্থিত উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ময়না গ্রামে। নেটপাড়ার দাবি, সেই গাছ থেকে ওষুধ সংগ্রহ করলেই একাধিক রোগ নাকি গায়েব হয়ে যাচ্ছে। সেই প্রচারে পা দিয়ে এখন লোকের মেলা ময়না গ্রামে। বিষয়টি নিয়ে কার্যত ফুঁসে উঠেছেন বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সদস্যরা। ‘ম্যাজিক নয়, পুরোটাই বুজরুকি’, এই দাবিতে সরব তারা। পাশাপাশি সরব বনগাঁ সায়েন্স ক্লাবও।

স্থানীয় সূত্রে খবর, ময়নার যুবক অপরূপ বৈদ্যই এই ‘ অলৌকিক গাছ’-এর সন্ধান পেয়েছিলেন, তাও আবার স্বপ্নে। গ্রামবাসীদের দাবি, অপরূপ স্বপ্নাদেশ পেয়েছিলেন, ওই গাছ ব্যবহার করলেই রোগ ভ্যানিশ হয়ে যাবে। লোকমুখে অপরূপের সেই স্বপ্নের কথা ছড়িয়ে পড়ে। তার পরেই ভাগ্য বদলে যায় ময়না গ্রামে। দিনে সেই গাছটির থেকে ‘ওষুধ’ নেওয়ার জন্য ভিড় করছেন ১০ থেকে ১২ হাজার মানুষ। ভিড়ের ঠ্যালায় স্থানীয় একটি স্কুল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। লোকের ভিড়, কোলাহলে ঘুম উড়েছে স্থানীয়দের।

সঙ্গে ‘টুকটাক’ ভাগ্য বদলেছে অপরূপেরও। তিনি এখন গাছের শিকড় দিয়ে লোককে ‘ওষুধ’ দিতে ব্যস্ত দিনভর। পরিবর্তে ‘ভালোবেসে’ তাঁকে অর্থও দিচ্ছেন বহু মানুষ। যদিও তিনি ‘দাবিদাওয়াহীন’ বলেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন, অন্তত লোকমুখে তাই প্রচলিত।

এ দিকে ‘সেই গাছ’-কে কেন্দ্র করে ভিড় দেখে এলাকায় বসেছে দোকানও। তাতে দু’চার পয়সা আয় হচ্ছে অনেকেরই। শুক্রবার সেই গাছ থেকেই ‘ওষুধ’ নিতে আসা এক মহিলা বলেন, ‘আমার শাশুড়ি বাতের ব্যথায় কাবু। শুনেছি এই গাছ নাকি সব ব্যথার অব্যর্থ ওষুধ। তাই এসেছি।’ ভিড়ে বিভিন্ন মানুষের আলাদা আলাদা কাহিনি। কিন্তু লক্ষ্য একটাই, তুড়ি মেরে সমস্যার সমাধান চাই। তাই গাছেই ভরসা।

২০২৫ সালে যখন এআই দিব্যি মানুষের গলার স্বর নকল করতে পারছে, রোবট রেস্তোরাঁতে খাবার দিচ্ছে, সেই সময়ে মানুষের এই বিশ্বাসের বহর দেখে চোখ কপালে বহু যুক্তিবাদীর। যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মানুষকে বোকা বানানো হচ্ছে। তা হলে তো ডাক্তাদের দরকারই ছিল না? এখানেই আসুক সমস্ত রোগী।’

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়া দেখে অনেকে ছুটে আসছেন। টাকাও নষ্ট হচ্ছে। কিছুজন লোক ঠকিয়ে ব্যবসা করে যাচ্ছেন।’ এই সংগঠন পোস্টারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রচার চালাচ্ছে। পাশাপাশি বিষয়টি গাইঘাটা থানায় মৌখিক ভাবে জানানো হয়েছে সংশ্লিষ্ট সংগঠনের তরফে। বনগাঁ সায়েন্স ক্লাবের পক্ষ থেকেও সচেতনতা প্রচার চালানো হচ্ছে।

Previous articleBJP Leader Gopal Khemka ফের নৃশংস হত্যা পাটনায়: ৭ বছর আগে ছেলে খুন, এ বার বাবা , বাড়ির সামনে আচমকা গুলি, নিহত ব্যবসায়ী বিজেপি নেতা গোপাল খেমকা
Next articleArgentina visit PM Narendra Modi: আর্জেন্টিনা সফরে গিয়ে কবিগুরুর স্মৃতি উস্কে দিলেন প্রধানমন্ত্রী মোদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here