অভুক্তকে নিজেদের খাবার দিল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন যুবরাজ সিং

0
428

দেশের সময় ওয়েবডেস্ক: এক অভুক্ত গৃহহীন বৃদ্ধকে নিজেদের খাবার বিলিয়ে দিলেন কয়েকজন পুলিশকর্মী। সেই ঘটনার ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। একইসঙ্গে পুলিশের মানবিকতার উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন যুবি। তিন মিনিট, ৩০ সেকেন্ডের ওই ক্লিপিংসে দেখা যাচ্ছে রাস্তায় টহল দেওয়ার সময় পথের ধারে বসে থাকা এক অসহায় গৃহহীন, অভুক্ত বৃদ্ধকে নিজেদের খাবার শুধু দিচ্ছেনই না পুলিশকর্মীরা, তাঁকে খেতেও সাহায্য করেন তাঁরা। পুলিশকর্মীদের প্রশংসা করার সঙ্গেই তাঁদের মানবিকতার জন্য তাঁদের কুর্নিশও জানিয়েছেন যুবরাজ।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক পাকিস্তানে করোনা–আক্রান্তদের সাহায্যের জন্য তাঁর সংগঠনের অর্থ সাহায্যের আবেদন করেছিলেন প্রতিবেশী দেশ ভারতকে। আফ্রিদিকে সমর্থন জানিয়ে যুবরাজ এবং হরভজন পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তাতে ধন্যবাদও জানান আফ্রিদি। যেজন্য সোশ্যাল মিডিয়ায় যুবরাজ এবং হরভজনকে কড়া সমালোচনা করে নেটিজেনরা। যুবরাজও তৎক্ষণাৎ জবাবে লেখেন, তিনি সবসময়ই একজন প্রকৃত দেশপ্রেমী। কিন্তু এধরনের বিপদে সবাই যখন সবাইকে সাহায্য করছে, তখন এরকম আচরণ সংকীর্ণ মান

Previous articleদেশ জুড়ে জ্বলল প্রদীপ! অভিনেতা, খেলোয়াড়, শিল্পপতি, রাজনীতিক– বাদ রইলেন না কেউ: ফোটো গ্যালারি
Next articleনক্ষএ পরিচয়: রাতের আকাশে এখন উজ্জ্বল তারার মেলা দেখতে ভিড় করছে খুদেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here