অনৈতিক কাজ বরদাস্ত নয়, বনগাঁয় হুঁশিয়ারি দিলেন ঋতব্রত

0
769

দেশের সময়: বনর্গাঁয় ৯১ ও ৯২ বাস রুটে অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে। নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ এসেছে ।পেট্রাপোল সীমান্তে মুটে মজদুরদের কাছ থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ আসছে।আমরা প্রশাসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যারা এইসমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে৷
শনিবার বনগাঁয় আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে এসে নাম না করে দলের বিক্ষুদ্ধদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দিলেন রাজ্য আইএন টি টি ইউ সি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

এদিন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি
জেলা সংগঠনের পক্ষ থেকে বনগাঁ ডিএন ৪৪ বাসস্টান্ড এলাকায় নতুন বছরের শুভেচ্ছা বিনিময় ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

সেই অনুষ্ঠানে এসে রাজ্য সভাপতি নাম না করেই কড়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যে বা যারা আইএনটিটিইউসি এর নামে শ্রমিকদের কাছ থেকে টাকা তুলছেন সেই অভিযোগ জানানোর এক সপ্তাহের মধ্যে সেই ঘটনার সত্যতা যাচাই করে দল ও নেতৃত্ব উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এ ছাড়া বনগাঁয় বিভিন্ন জায়গায় আইএনটিটিইউসি-র অনুমোদন ছাড়া হোডিং ও ব্যানার ব্যাবহার করছেন যারা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে৷ শ্রমিকদের যদি কারো উপর কোনোরকম অভিযোগ থাকে সরাসরি নেতৃত্বকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জানানোর অনুরোধ জানান তিনি।

এদিন সরকারি বিধিনিষেধ মেনে শ্রমিক পরিবার সহ অন্যান্যদের হাতে ১১,০০০ শীতবস্ত্র তুলে দেওয়া হয় বলে জানান বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ৷ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়,বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী আলোরানি সরকার, বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান শংকরকর দত্ত, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সন্দীপ দেবনাথ সহ প্রমূখ তৃণমূল নেতৃত্ববৃন্দ।

বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী আলোরানি সরকার বলেন, এ বছর শীতের দাপট বিগত বছরের তুলনায় যথেষ্ট বেশি। তারউপর নতুন করে করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যে আছড়ে পড়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এর ফলে বেশকিছু সংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়া সমাজের পিছিয়ে পড়া মানুষেরা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে রয়েছেন। সেই জন্য শীত ও করোনার দাপটে সেই সমস্ত কর্মহীন হয়ে পড়া মানুষদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে ‘দুয়ারে কম্বল’ কর্মসূচি নেওয়া হয়েছে৷

Previous articleমিলল কেন্দ্রের ছাড়পত্র , বিদেশি অনুদান পেতে পারে মিশনারিজ অব চ্যারিটি
Next articleElection Schedules: উত্তরপ্রদেশে ৭ দফা! ভোট শুরু ১০ ফেব্রুয়ারি,ফল ঘোষণা ১০ মার্চ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here