অকাল বৃষ্টিতে রবি শস্য চাষের ক্ষতির আশঙ্কায় দিন গুণছেন বনগাঁর চাষিরা: দেখুন ভিডিও

0
14

রেশমী দাস, দেশের সময়, বনগাঁ : গত বুধবার মান্থা ঘূর্ণীঝড়ের প্রভাব ও নিম্নচাপের জেরে শীতের অকাল বৃষ্টিতে ভাসল বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকা। অসময়ের বৃষ্টিতে আলু, শীতকালীন আনাজ-সহ বিভিন্ন ফুল চাষে ক্ষতি হতে পারে বলে মনে করছেন কৃষকেরা।

জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টিতে সব থেকে ক্ষতি হবে আলু, সর্ষে, ধানের। আউশ ও আমন ধান ওঠার মুখে নিম্নচাপের এই বৃষ্টি চাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

কৃষি দফতর মনে করছে, প্রতিকূল আবহাওয়ার জেরে মার খেতে পারে আমন ধান। বৃষ্টিতে ফসল নষ্ট হলে বাজারে তার প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার দেখা গেল, ঘরে ওঠার মুখে বৃষ্টিতে মাঠে শুয়ে পড়েছে শীতকালীন ফুল ও সর্ষে গাছ। মাঠে কাটা পাকা ধান থেকে অঙ্কুর বেরোনোর আশঙ্কা দেখা দিয়েছে। আলু চাষেও ক্ষতির আশঙ্কা থাকছে। বনগাঁর নতুনগ্রাম এলাকার কৃষক তাপস বিশ্বাস বলেন, ‘‘ধান চাষ করেই সংসার চলে। অকাল বৃষ্টি রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই ফলন নষ্ট হলে সংসার অচল হয়ে পড়বে। ধান গাছের গোড়ায় জল জমে রয়েছে। ফলে গাছ হেলে পড়েছে। ওই গাছ যদি মাটিতে পড়ে, তা হলে আর ফলন ঘরে তুলতে পারা যাবে না।’’

অকাল বৃষ্টিতে রবি শস্য চাষের ক্ষতির আশঙ্কায় দিন গুণছেন চাষিরা । দেখুন ভিডিও

Previous articleIndia’s Got Talent বলিউডের হাওয়া লেগেছে বনগাঁর মেয়ের !  ইন্ডিয়া গট ট্যালেন্টের মঞ্চে অন্তরা: দেখুন ভিডিও
Next articleদুরন্ত সেঞ্চুরি জেমাইমার,  বিশ্বকাপের সেমিফাইনালে   অজ়িদের উড়িয়ে ফাইনালে ভারত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here